#কলকাতা: তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই উত্তরবঙ্গ রওনা দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগরা।
ওইদিনই বাগডোগরা থেকে হেলিকপ্টারে করে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে পৌঁছবে মুখ্যমন্ত্রী। সোমবার রাতে মালঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মীসভা করবেন। ঐদিন রাতে মালাঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন সিএম। বুধবার আলিপুরদুয়ার জেলার সুভাষিনী ফুটবল গ্রাউন্ডে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন।
আরও পড়ুন - Skoda-র এই SUV কিনলে ব্যাপক লাভ, একবার গাড়ি চার্জ দিলে দৌড়বে ৪৮০ কিলোমিটার!তারপর হাসিমারা এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারে আসবেন বাগডোগরা এয়ারপোর্ট। বাগডোগরা থেকে বিশেষ বিমানে বুধবার বিকেলে এসে পৌঁছাবেন কলকাতা।
Somraj Banerjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, North Bengal