#দার্জিলিং: আসন্ন পুরভোটের আগে মিরিক হচ্ছে পাহাড়ের নতুন মহকুমা। আগামিকাল মিরিককে নয়া মহকুমা হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসেই কালিম্পংকে পাহাড়ে নতুন জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার মিরিককে মহকুমা ঘোষণা করে ফের পাহাড়বাসীর মন ছুঁতে চলেছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে চার পুরসভার ভোটের আগে তৃণমূল সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক বলেই মন করছে রাজনৈতিকমহল।
বৃহস্পতিবার পাহাড়ের নতুন মহকুমা হিসেবে পথটলা শুরু করবে মিরিক। গত মাসেই কালিম্পংকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস না ঘুরতেই এবার মিরিক হচ্ছে নতুন মহকুমা। চারদিনের উত্তরবঙ্গ সফরের শেষভাগে তিরিশে মার্চ মমতা মিরিকে যাবেন। সেদিনই আনুষ্ঠানিকভাবে মিরিককে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করবেন তিনি।
কখনও ঘন কুয়াশা, কখনও হালকা বৃষ্টি। মিরিকের চেনা ছবিতে বাড়তি ছোঁয়া নয়া মহকুমা হওয়ার আনন্দ। শহরজুড়ে তাই খুশির হাওয়া। পাহাড়ে নতুন মহকুমা হলে বাড়বে পর্যটন ব্যবসা, হবে কর্মসংস্থান। একটি ব্লক, ৬টি গ্রাম পঞ্চায়েত ও ৯টি ওয়ার্ডের পুরসভার শহরে মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানাতে তৈরি মিরিকবাসী।
মঙ্গলবার মিরিকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দার্জিলিংয়ের জেলাশাসক জয়শ্রী দাশগুপ্ত ও পুলিশ সুপার-সহ একাধিক উচ্চপদস্থ কর্তারা। মিরিকের নতুন মহকুমা শাসক হবেন অশ্বিনীকুমার রায়। মিরিককে নতুন মহকুমা ঘোষণার মাধ্যমে ১৪ মে, পাহাড়ের চার পুরসভা ভোটের আগে ফের পাহাড়বাসীর মন জয় করতে চলেছেন মুখ্যমন্ত্রী।