ইসলামপুর: দুই গ্রামের সংঘর্ষে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।আহত বেশ কয়েকজন৷ ইসলামপুর পাশাপাশি দুই গ্রামের বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের চেহারা নিল উত্তর দিনাজপুর ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
সংঘর্ষে আহত বেশ কয়েকজন।একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।গ্রামবাসিদের অভিযোগ,সংঘর্ষে একপক্ষ দোনালা বন্দুক দিয়ে গুলি চালায়। ছরড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে দুই।
আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার গুলি চালানোর কথা অস্বীকার করেছেন।ধারলো অস্ত্রের আঘাতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে,ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রামপঞ্চায়েতের মিলিক বস্তির সংগে পাশের গ্রাম দহশোর গ্রামবাসিদের মধ্যে কয়েকদিন যাবদ বিবাদ চলছিল। আজ বিকালে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।