রাজেশ দাশ, মাথাভাঙা: হারিয়ে যাওয়া সোনার গয়না ফিরিয়ে সততার নজির গড়লেন মাথাভাঙা থানার সিভিক ভলান্টিয়ার। নিরঞ্জন মাহাত নামে ওই সিভিক ভলান্টিয়ারের ভূমিকায় খুশি দম্পতি।
আরও পড়ুন- বিজেপির চাপে নত, তবু এনডিএ'র দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করবে উদ্ধবের শিবসেনা!
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার মাথাভাঙা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কমল দাসের স্ত্রী বাপের বাড়ি থেকে মাথাভাঙায় শ্বশুরবাড়ি ফেরার সময় সোনার গয়না সহ-ব্যাগটি হারিয়ে ফেলেন। তখন রাস্তায় দায়িত্ব সামলাচ্ছিনে এই সিভিক ভলিন্টিয়ার। এরপর দম্পতি মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানালে উদ্ধার হয় সেই ব্যাগ। মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শাহ আলি ইমাম জানান সোনার গয়না ও ব্যাগ প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে৷ আজকের এই অসততা ও ভন্ডামির যুগে প্রকৃত দায়িত্ববোধের পরিচয় দিয়ে যে নজির গড়লেন ওই সিভিক ভলান্টিয়ার, তাতে খুশি সকলেই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mathabhanga