#মালদহ: মালদহে সুজাপুরে হিংসা ও পুলিশের বিরুদ্ধে ওঠা গাড়ি ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। শুক্রবার মালদহ পুলিশ সুপারের অফিসে এসে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ খতিয়ে দেখেন সিআইডির স্পেশাল সুপার ডেভিড ইভান লেপচা। ঘটনার দিন এলাকায় উপস্থিত থাকা ডেপুটি পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন।
ভিডিও ফুটেজের ছবি পরিস্কার না থাকায়, এখনও পুলিশ বা সিআইডির- তরফে কোনও নাম প্রকাশ করা হয়নি। তবে পুলিশ সূত্রের খবর, প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ কনস্টেবলকে সন্দেহের তালকায় রাখা হয়েছে। ফুটেজ আরও খতিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সিআইডি।
শুক্রবার নতুন করে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা ন'য়। এদিকে, সুজাপুরের ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মালদহ পুলিশ সুপারকে স্মারকলিপি দেয় বাম ও কংগ্রেস। সুজাপুরে শান্তি ফেরাতে সর্বদলীয় বৈঠক ডাকারও দাবি করেন তাঁরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CID, CID Investigation, Sujapur Violence