• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার চতুর্থ শ্রেণীর এক শিশু, গ্রেফতার মাসি-সহ ২

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার চতুর্থ শ্রেণীর এক শিশু, গ্রেফতার মাসি-সহ ২

Representational Image

Representational Image

 • Share this:

  #কালিম্পং: অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার চতুর্থ শ্রেণীর এক শিশু। গ্রেফতার শিশুটির মাসি-সহ ২। কালিম্পংয়ের এক হোটেল থেকে গ্রেফতার করা হয় তাদের।

  গতকাল, শনিবার ভাগ্নেকে চিপস খাওয়ানোর নাম করে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুটিতে চাপিয়ে কালিম্পংয়ের হোটেলে ওঠে। সেখান থেকে দিদিকে ফোনে এক একবার এক এক ঠিকানার কথা বলে।

  মুক্তিপণ বাবদ ২৮ লাখ টাকা দাবি করে। পরে মোবাইল ফোন ট্র‍্যাক করে কালিম্পং পুলিশকে সঙ্গে নিয়ে আজ, রবিবার উদ্ধার করে আশিঘর ফাঁড়ির পুলিশ। শিশুটির বাবা শিলিগুড়ির একজন ব্যবসায়ী। জামাইবাবুর কাছে ২ লাখ টাকা চায়। না দেওয়াতেই কি বদলা ?

  আরও দেখুন-

  First published: