#কোচবিহার: ফের গাড়ির ধাক্কায় পুর্নবয়স্ক একটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। বীরপাড়া ফালাকাটা সড়কের দলগাও চাবাগান লাগোয়া ধুলাগাও এলাকায় ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছেছেন। জাতীয় সড়কে যান বাহনের গতিনিয়ন্ত্রনের দাবি জানিয়েছেন পরিবেশ প্রেমীরা।
আরও দেখুন