#মালদহ: মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন অধ্যাপক চঞ্চল চৌধুরী। শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আপাতত অস্থায়ী ভাবে ছয় মাসের জন্য উপাচার্য নিয়োগ করা হয়েছে। চঞ্চল চৌধুরী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েরই পদার্থ বিদ্যার অধ্যাপক। একই সঙ্গে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিঞ্জান বিভাগের ফ্যাকলটি কাউন্সিলের ডিন হিসেবে দায়িত্ব রয়েছেন ।
উচ্চ শিক্ষা দফতরের তরফে আগামী ৩ মার্চের মধ্যে নতুন উপাচার্যকে দায়িত্ব নিতে বলা হয়েছে। এর আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য ছিলেন অধ্যাপক স্বাগত সেন। কিন্তু গত ২৮ নভেম্বর ব্যক্তিগত কারনে তিনি ইস্তফা দেন। কিন্তু ইস্তফা মঞ্জুর না হওয়ায় বিগত তিন মাস ধরে কলকাতাতে থেকেই উপাচার্যের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে উপাচার্য না থাকায় কার্যত অচলবস্থা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকবার কর্মী ও ছাত্র আন্দোলনের জেরে সুষ্ঠ পঠন পাঠনও ব্যাহত হয়। যদিও বারবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদল নিয়ে চাপা গুঞ্জন রয়েছে। এর আগে একাধিক উপাচার্য মেয়াদ ফুরোনোর আগেই ইস্তফা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নানা গোষ্ঠী রাজনীতি ও স্থানীয় শাসক দলের প্রভাব খাটানোর চেষ্টার ফলে এর আগেও বারবারই বিশ্ববিদ্যালয়ে অচলবস্থা তৈরী হয়েছে বলে অভিযোগ। যার ফলে কড়া হাতে হাল ধরেও শেষ পর্যন্ত ইস্তফা দেন উপাচার্য স্বাগত সেন। এই অবস্থায় নতুন উপাচার্যের কাছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠ পরিবেশ ফেরানো বড় চ্যালেঞ্জ।
Sebak DebSarma
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gour banga