#মালদহ: গ্রামাঞ্চলের পাশাপাশি এবার মালদহ শহরেও রুটমার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। জেলাশাসক রাজর্ষি মিত্র এবং পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নেতৃত্বে সোমবার বিকেল থেকে মালদহ শহরের বিভিন্ন এলাকায় চলে রুটমার্চ। মালদহের সিঙ্গাতলা, কৃষ্ণপল্লি, নেতাজি পার্ক-সহ একাধিক এলাকায় চলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। একই সঙ্গে রাস্তার মোড়ে, চায়ের দোকানে এমনকি স্থানীয় বাসিন্দাদের দরজায় গিয়ে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলে অবাধ নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেন পুলিশ ও প্রশাসনের দুই পদস্থ কর্তা।
ইতিমধ্যেই মালদহের এসে পৌঁছেছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পালা করে বিভিন্ন এলাকায় সকাল-বিকাল চলছে রুটমার্চ। এর আগে মালদহের কালিয়াচক, মোথাবাড়ি, ইংরেজবাজার, গাজোল, মানিকচক, চাঁচোল প্রভৃতি বিভিন্ন বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হয়। ফেব্রুয়ারি মাসের শেষেই মালদহে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন দলে ভাগ করে রাখা হয়েছে স্পর্শকাতর' হিসেবে চিহ্নিত কালিয়াচক, বৈষ্ণবনগর, মালদহ, সামসী, হরিশ্চন্দ্রপুর প্রভৃতি এলাকায়।
জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, সাধারণ ভাবে যে সব এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নিত সেই সব এলাকাতেই বাড়তি নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে প্রতিদিনই দুই বেলা করে টহলদারি চালাবে বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর টহলদারির পাশাপাশি এলাকার দাগী দুস্কৃতিদের ধরপাকড়ে অভিযান জোরদার করা হবে বলে জানান, মালদহের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly Election 2021, Central force, Malda