corona virus btn
corona virus btn
Loading

করোনা নিয়ে গুজব ছড়ানোয় মহিলার বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

করোনা নিয়ে গুজব ছড়ানোয় মহিলার বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

বৃহস্পতিবার সকালেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮৷ একলাফে তা হয়ে গেল ৭৩

  • Share this:

#দার্জিলিং: করোনা নিয়ে গুজব রটানোর জেরে এক মহিলার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ে। বৃহস্পতিবার সকাল থেকেই এক মহিলার কণ্ঠস্বর ভেসে আসছিল অনেকেরই মোবাইলে। সেই কণ্ঠস্বরে বলছিল, দার্জিলিংয়ের এক হোটেল কর্মী করোনায় আক্রান্ত। তাঁর চিকিৎসা চলছে দার্জিলিংয়েরই এক বেসরকারি হাসপাতালে। মূহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই কণ্ঠস্বর, ছড়ায় আতঙ্ক।

 সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের অন্য রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই বেসরকারি হাসপাতাল এবং হোটেল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়। অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট হোটেলের জেনারেল ম্যানেজার অমিত গুপ্তা জানান, 'পুরোটাই ভুয়ো খবর। হোটেলের কোনও কর্মীই অসুস্থ নয়। গুজব রটানো হয়েছে। হোটেল কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হয়ে থাকে।'

ওই বেসরকারি হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর ডি কে সিং বলেন, ' সম্পূর্ণ ভিত্তিহীন খবর। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে দার্জিলিং সদর থানার পুলিশ।' দার্জিলিংয়ের পুলিশ সুপার অমরনাথ কে জানান, ' পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। এই ধরনের গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত ম্যাসেজ ব্লক করা হবে। দার্জিলিংয়ে এখোনও পর্যন্ত করোনায় কেউ আক্রান্ত নয়। এখনও অবশ্য ওই মহিলাকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।' পুলিশ সুপার আরও জানান, ' তদন্ত শুরু হয়েছে। যেভাবে দেশে করোনা ছড়াচ্ছে তাতে আতঙ্কিত হয়ে পড়াই স্বাভাবিক।'

ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। অযথা এনিয়ে গুজব ছড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। প্রতি মূহূর্তেই সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে পোস্ট চলছে। তবে অযথা আতঙ্ক না ছড়ানোর কথা বলে আসছে প্রশাসন। তারপরও কেউ গুজব রটালে বরদাস্ত করা হবে না বলে পুলিশের দাবি। পুলিশের একটি স্পেশাল টিম চালাচ্ছে নজরদারী।

Partha Pratim Sarkar

First published: March 12, 2020, 3:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर