হোম /খবর /উত্তরবঙ্গ /
শিলিগুড়ির পুরভোটে তালিকা প্রায় চূড়ান্ত, প্রার্থীপদ নিয়ে দলেই গোষ্ঠীদ্বন্দ

শিলিগুড়ির পুরভোটে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, প্রার্থীপদ নিয়ে দলেই প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব

শিলিগুড়ি পুরসভার ৪৭টি আসনের মধ্যে কে কটা আসনে লড়বে?

  • Last Updated :
  • Share this:

#শিলিগুড়ি: শিলিগুড়ির পুরভোটে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তালিকা প্রকাশ করবে বাম-কংগ্রেস জোট।  তবে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত নিয়ে আসন বাছাউ নিয়ে চাপে তৃণমূল কংগ্রেস। প্রার্থীপদ নিয়ে দলেই প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব।

শিলিগুড়ি পুরসভায় জোট করেই লড়াই। কে কটা আসন পাবে, কোন কোন আসনে লড়বে - তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে বাম ও কংগ্রেস।  জোট নেতৃত্বের দাবি, কয়েকটা আসন নিয়ে মতবিরোধ থাকলেও সেই জটও কেটে যাবে। প্রার্থী তালিকাও দ্রুত প্রকাশ করা হবে।

শিলিগুড়ি পুরসভার ৪৭টি আসনের মধ্যে কে কটা আসনে লড়বে?

গতবার জেতা ২২টি আসনে লড়তে চায় বামেরাকংগ্রেস ৪টি জেতা আসনে প্রার্থী দেবে

বাকি ২১টি আসনে আসন সমঝোতা

সূত্রের খবর, বামেদের জেতা কয়েকটি আসনে প্রার্থী দিতে চায় কংগ্রেস।

১৫ ও ২২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিতে চায় কংগ্রেস১৫ নম্বর ওয়ার্ড ছাড়তে নারাজ বাম শরিক সিপিআই২২ নম্বর ওয়ার্ড হাতছাড়া করতে চায় না সিপিএম

তবে বিজেপি ও তৃণমূলকে রুখতে সমঝোতা বের করতে আগ্রহী দুই শিবিরই। একদিকে বাম-কংগ্রেস প্রার্থী তালিকা নিয়ে ব্যস্ত, তখনই তৃণমূলের কোন্দল প্রকাশ্যে।  পছন্দের লোককে প্রার্থী করা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে৷

৪০ নম্বর ওয়ার্ডে সত্যজিৎ অধিকারীকে প্রার্থী করার দাবিমন্ত্রী গৌতম দেব ও তৃণমূল জেলা সভাপতির বাড়িতে বিক্ষোভ হয়েছে

অর্থাৎ ভোট ঘোষণার আগেই ভোটের লড়াইয়ে অ্যাডভান্টেজ বাম-কংগ্রেস। এমনটাই মত রাজনৈতিক মহলের।

Published by:Debalina Datta
First published:

Tags: Siliguri