• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • কালিয়াচকে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে মৃত ব্যবসায়ী !

কালিয়াচকে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে মৃত ব্যবসায়ী !

বাজার দখল ঘিরে দুই দুষ্কৃতী দলের বোমাবািজ। মাঝে পড়ে নিহত ব্যবসায়ী।

বাজার দখল ঘিরে দুই দুষ্কৃতী দলের বোমাবািজ। মাঝে পড়ে নিহত ব্যবসায়ী।

বাজার দখল ঘিরে দুই দুষ্কৃতী দলের বোমাবািজ। মাঝে পড়ে নিহত ব্যবসায়ী।

 • Share this:

  #মালদহ: বাজার দখল ঘিরে দুই দুষ্কৃতী দলের বোমাবািজ। মাঝে পড়ে নিহত ব্যবসায়ী। মালদহের কালিয়াচকের জালালপুরের ঘটনা। এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ‍র‍্যাফ।

  মালদহের কালিয়াচকের জালালপুরের বালুয়াচরা গ্রাম। এলাকায় বাজার দখল ঘিরে তাজমুল শেখ ও বৈতুল শেখ গোষ্ঠীর দীর্ঘদিনের ঝামেলা। শনিবার বিকেলে ঝামেলার জেরে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি শুরু হয়। আতঙ্কে বাজারের অন্য দোকানদাররা পালিয়ে যান।

  বাকিরা পারলেও দোকানে আটকে পড়েন ব্যবসায়ী নুরুল শেখ। গলায় বোমার আঘাত লেগে দোকানেই মৃত্যু হয় তাঁর। বোমায় জখম হয়েছে ব্যবসায়ীর ছেলে ফিরদৌস শেখও। তাকে সিলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে এলাকায় পুলিশ গিয়ে বিক্ষোভের মুখে পড়ে।

  First published: