• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • দীর্ঘদিনের মানসিক অবসাদ, নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যা করলেন জওয়ান

দীর্ঘদিনের মানসিক অবসাদ, নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যা করলেন জওয়ান

১৪৬ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন মৃত বি এস এফ জওয়ান। রায়গঞ্জ ভাটোল সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন।

১৪৬ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন মৃত বি এস এফ জওয়ান। রায়গঞ্জ ভাটোল সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন।

১৪৬ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন মৃত বি এস এফ জওয়ান। রায়গঞ্জ ভাটোল সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন।

 • Share this:

  #রায়গঞ্জ: নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মহত্যা এক বিএস এফ জওয়ানের। মৃত জওয়ানের নাম দীনেশ কুমার পাত্রা। ১৪৬ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন মৃত বি এস এফ জওয়ান। রায়গঞ্জ ভাটোল সীমান্তে কর্তব্যরত অবস্থায় ছিলেন। জানা গিয়েছে, দীনেশ কুমার পাত্র দীর্ঘদিন যাবদ মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সেই অবসাদ থেকেই তাঁর এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। রায়গঞ্জ থানার পুলিশ তাঁর সার্ভিস রাইফেলটি বাজেয়াপ্ত করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে আনা হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

  First published: