#দিনহাটা: প্রেমের (love) টানে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে আটক নাবালিকা (Bangladeshi Teenager)। তাকে দিনহাটা (Dinhata) আদালতে তোলা হয়। রবিবার সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ নাবালিকাকে (Bangladeshi Teenager) দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসে। আসার পথে প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসা হয় বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রেমের (love) টানে বাংলাদেশে থেকে দীঘল টারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের ১২৯ ব্যাটেলিয়ানের হাতে আটক হয় ওই নাবালিকা (Bangladeshi Teenager)। এরপর তাকে সাহেবগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায় কোচবিহার তুফানগঞ্জ এর বাসিন্দা এক যুবকের সাথে দীর্ঘদিন ধরেই ওই নাবালিকার (Bangladeshi Teenager) প্রেম (love) ছিল। সেই ভালোবাসার টানে তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন। পরিবারের তার অমতে অন্য পাত্রের সাথে বিয়ে ঠিক করায় নাবালিকা বৃহস্পতিবার বাড়ি থেকে রওনা হয়।
জানা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছয় মাস আগে তুফানগঞ্জের যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় নাবালিকা৷ তাই সে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আসছিল প্রেমিকের কাছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF, Dinhata, Love, North Bengal