#দক্ষিণ দিনাজপুর: গোপন সুত্রে খবর পেয়ে ১০ টি সোনার বিস্কুট-সহ এক ভারতীয় পাচারকারিকে আটক করল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে কর্তব্যরত ৬১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ-এর জওয়ানরা। ধৃত ভারতীয় পাচারকারির নাম আবদুল বারিক, বাড়ি হিলি থানার হরিপোকার গ্রামে। বিএসএফ সুত্রে জানা গিয়েছে, উদ্ধার করা ১০ টি সোনার বিস্কুটের আনুমানিক মুল্য প্রায় ৬২ লক্ষ টাকা।
জানা গিয়েছে, রায়গঞ্জে বিএসএফ দফতরের অধীনে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি-২ ভারত- বাংলাদেশ সীমান্তে ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা টহলদারি চালাচ্ছিল, সেই সময় তাঁদের হাতে আটক হয় আবদুল বারিক। অভিযুক্ত সেইসময় বাইকে সওয়ারি ছিল। তল্লাশি চালিয়ে মোটর সাইকেলের একটি গোপন জায়গা থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করেন জওয়ানরা, যার মুল্য ৬১,৭৬,৬৭৩ টাকা। আটক ভারতীয় পাচারকারিকে হিলি সীমান্তের কাস্টমস দফতরের হাতে তুলে দেয় বিএসএফ । বৃহস্পতিবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়।
পাশাপাশি, দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে বিএসএফ-এর ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাংলাদেশে পাচারের আগেই ১০ টি গবাদি পশু, ১৪৬ টি ফেনসিডিল কাফ সিরাফের বোতল ও গাজা সমেত অনান্য মাদক দ্রব্য আটক করে যার আনুমানিক মুল্য প্রায় ৩,লক্ষ ৬৮ হাজারের উপর বলে বিএসএফ সুত্রে জানা গিয়েছে।
অন্যদিকে, শিলিগুড়িতে ট্র্যাফিক পুলিশের হাতে আটক হলেন হেলমেটহীন দুই পুলিশকর্মী। সেফ ড্রাইভ, সেভ লাইফ...ঘটা করে রাজ্যজুড়েই এই কর্মসূচী চালিয়ে আসছে পুলিশ। নিয়ম ভঙ্গকারীদের দেওয়া হচ্ছে কড়া শাস্তি, অথচ এবার সেই পুলিশই ভাঙলেন নিয়ম! ৬ জুলাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আগে কাওয়াখালিতে ট্র্যাফিক সচেতনতায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পথে নেমেছিল। ওইসময় দেখা যায় দুই পুলিশ কর্মী বিনা হেলমেটে স্কুটি চালিয়ে আসছেন। নজরে পড়ে কর্তব্যরত ট্র্যাফিক কর্মীদের। ২ পুলিশকে আটকে জিজ্ঞাসাবাদের পর জরিমানা করা হয়।
Anup Sanyalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF