#জলপাইগুড়ি: বালির পর এবার বোল্ডার। প্রশাসনের নাকের ডগায় নদী থেকে অবৈধভাবে পাচার হচ্ছে বড় বড় পাথর। বদলাচ্ছে নদীর গতি প্রকৃতি। ভাঙছে পাড়। দুর্ঘটনায় পড়ছে বন্যপ্রাণ। ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস বনমন্ত্রীর।
চাপরামারি সংরক্ষিত বনাঞ্চলের মাঝখান দিয়ে চলে গিয়েছে জলঢাকা নদী। এখানে নদী থেকে বালি, পাথর তোলা বেআইনি। প্রশাসনের এই নির্দেশ অবশ্য খাতায় কলমেই। এতবড় নদীতে রয়েছে নজরদারির অভাব। আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে পাচারকারীরা। জলঢাকা নদী থেকে অবৈধ ভাবেই চলছে বোল্ডার পাচার। মূলত বাংলাদেশেই পাচার হয়ে যাচ্ছে এই সব বোল্ডার।
কিছুদিন আগেই বনমন্ত্রী জঙ্গল লাগোয়া নদী থেকে বালি,পাথর তোলা বন্ধের নির্দেশ দেন। কিন্তু তাতে আমল দেয়নি পাচারকারীরা। বর্তমানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা সফরে এসেছেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তার সফরকালে নাগরাকাটার জলঢাকা নদীর এই ছবি অস্বস্তি বাড়িয়েছে প্রশাসনের।
এইভাবে নদী থেকে পাথর তোলায় পরিবেশের ভারসাম্য নষ্টের আশঙ্কা করছেন পরিবেশবিদরা। শুধু জলঢাকা নয়। তিস্তা ব্যারাজ, মুড়কির মত নদীগুলি থেকেও অবাধে বেআইনিভাবে পাথর পাচার করা হচ্ছে বলে অভিযোগ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, North bengal news