হোম /খবর /উত্তরবঙ্গ /
নির্জন লিচু বাগানের ভিতরে রাখা ব্যাগে কী? দেখেই আঁতকে উঠলেন এলাকার বাসিন্দারা

Malda: নির্জন লিচু বাগানের ভিতরে রাখা ব্যাগে কী? দেখেই আঁতকে উঠলেন এলাকার বাসিন্দারা

এ রকম ব্যাগ দেখেই ছড়ায় আতঙ্ক৷

এ রকম ব্যাগ দেখেই ছড়ায় আতঙ্ক৷

শনিবার সকালে এলাকায় পৌঁছতে পারে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এ জন্য রাতভর এলাকায় থাকছে পুলিশ পাহারার ব্যবস্থা।

  • Share this:

মালদহ: পঞ্চায়েত ভোটের আগে লুকানো বোমার হদিশ। এমনই সম্ভাবনাকে ঘিরে মালদহের কালিয়াচকে বোমাতঙ্ক। লিচু বাগানে গাছের আড়ালে ব্যাগের মধ্যে রাখা বোতল ঘিরে বোমাতঙ্ক।

নির্জন ওই এলাকায় একটি ব্যাগে একাধিক বোতল লুকিয়ে রাখার ঘটনা শুক্রবার বিকেলে প্রকাশ্যে আসে। ঘটনার জেরে বোমাতঙ্ক ছড়ায় এলাকায়। কালিয়াচক থানার জালুয়াবাধাল অঞ্চলের গঙ্গানারায়নপুর এলাকার ঘটনা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ।

ঘটনাস্থলের আশপাশে প্লাস্টিকে মোড়ানো আরও কয়েকটি ব্যাগও দেখতে পাওয়া যায়। ঘটনাস্থল লাল ফিতে দিয়ে কর্ডন করে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এ দিন বম্ব স্কোয়াড এলাকায় আসেনি।

আরও পড়ুন: শোওয়ার ঘরে উদ্ধার স্বামী-স্ত্রীর জোড়া মৃতদেহ! মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য

পুলিশ জানিয়েছে, ওই ব্যাগের মধ্যে বোমা আছে কি না সেটা এখনও নিশ্চিত নয়। বম্ব স্কোয়াড এসে পরীক্ষা করার পরেই বিষয়টি স্পষ্ট হবে।  তবে ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

বরাবরই স্পর্শকাতর মালদহের কালিয়াচক। এর আগে একাধিকবার দেশি সুতলি বা কৌটো বোমা এবং বলবোমার  হদিশ মিলেছে কালিয়াচকের বিভিন্ন এলাকায়। এবার বোতল বোমার আশঙ্কায় তৈরি হয়েছে রহস্য।জানা গিয়েছে, দুপুর নাগাদ লিচুবাগান এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় কয়েকজনের নজরে পড়ে কয়েকটি ব্যাগ। এরই মধ্যে একটি ব্যাগে উঁকি মেরে স্থানীয়রা দেখেন ঠান্ডা পানীয়ের বোতলের মতো কিছু বোতল রয়েছে ভিতরে। সন্দেহ আরও বাড়ে কারণ আশেপাশের এলাকায় ছড়িয়ে ছিঁটিয়ে থাকা আরও কিছু প্লাস্টিকের খালি ব্যাগ দেখে।

আরও পড়ুন: বাড়ি থেকে পালিয়ে মালদহের হোটেলে ঘর বুক করলেন দুই সমকামী ছাত্রী, এল পুলিশ!

সাধারণভাবে দেখে অনেকেই মনে করছেন নির্জন ওই এলাকায় গোপনে বোমা বাঁধা হয়ে থাকতে পারে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন।এলাকায় গিয়ে প্রাথমিক তদন্তের পর বোমা উদ্ধারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি পুলিশও। আর তাই সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। কিন্তু, নির্জন ওই এলাকায় কে বা কারা বোমা বাঁধা বা বোমা লুকিয়ে রাখতে পারে ? নাকি নিছক আতঙ্ক তৈরির জন্যই বোতল ভর্তি ব্যাগপত্র এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এ নিয়ে দানা বেঁধেছে প্রশ্ন।

শনিবার সকালে এলাকায় পৌঁছতে পারে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এ জন্য রাতভর এলাকায় থাকছে পুলিশ পাহারার ব্যবস্থা। সকালে পুলিশ এবং দমকল বিভাগের উপস্থিতিতে ওই ব্যাগের ভিতরে ঠিক কী রয়েছে তা খতিয়ে দেখা হবে।

Published by:Debamoy Ghosh
First published: