#মালদহ: পেশায় সরকারি নার্স, আর নেশায়? শরীরচর্চা আর নার্সিং সমানতালে চালিয়ে নিয়ে যাচ্ছেন লিপিকা! জাতীয় স্তরের উইমেন্স বিকিনি ফিটনেস বডিবিল্ডিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করলেন মালদহের এই সরকারি নার্স। পাশাপাশি মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন তিনি। মহারাষ্ট্রের পুনেতে গত ১৫ থেকে ১৭ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইন্ডিয়ান বডিবিল্ডিং ফিটনেস ফেডারেশনের উদ্যোগে এই মিস্টার ও মিসেস ইউনিভার্স ২০২২ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নার্স লিপিকা দেবনাথ। তাঁর এমন সাফল্য স্বাভাবিকভাবেই খুশি পরিবার ও প্রশিক্ষক।
আরও পড়ুন- ব্যাঙের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ঘোড়া? ৯৯% মানুষই ব্যর্থ হয়েছেন খুঁজে পেতে!
বর্তমানে কর্মসূত্রে মালদহে থাকেন লিপিকা দেবনাথ। তবে তাঁর বাড়ি ত্রিপুরা। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে কাজের সূত্রে মালদহ শহরে থাকেন তিনি। ছোটবেলা থেকেই বডি বিল্ডিংয়ের শখ লিপিকার। বাবার অনুপ্রেরণাতেই ছোটবেলা থেকেই অল্প অল্প করে বডি বিল্ডিংয়ের তালিম নিয়েছেন। তারপর কর্মসূত্রে মালদহে এসে ভর্তি হয়েছিলেন জিম সেন্টারে। মালদা শহরের দুই নম্বর গভর্মেন্ট কলোনি এলাকায় একটি জিমে গত আট মাস ধরে বডি বিল্ডিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন লিপিকা।
পুনেতে আয়োজিত বডিবিল্ডিং প্রতিযোগিতায় মালদহের মোট দুই জন অংশগ্রহণ করেছিলেন। বাপ্পা চৌধুরী নামে আরও একজন জাতীয় স্তরের প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম কোনও মহিলা মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগীতায় অংশ নিয়ে ষষ্ঠ হয়েছেন। লিপিকার এমন সাফল্যের খুশি জিম কর্তৃপক্ষও। শনিবার দুই নম্বর গভর্মেন্ট কলোনি এলাকায় ওই জিম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনাও জানানো হয়।
আরও পড়ুন- বইয়ের গন্ধ শুঁকতে ভালোবাসেন! ইংরেজিতে আপনার এই অভ্যাসকে কী বলে জানেন?
লিপিকা দেবনাথ জানান, তিনি পেশায় একজন নার্স। সেটা তাঁর কর্ম। কিন্তু ছোটবেলা থেকেই শখ ছিল বডি বিল্ডিং করার। তাই সরকারি নার্সের কাজ করার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করেছেন। এমন সাফল্যের জন্য বাবা তাঁকে অনেকটাই সাহায্য করেছে। লিপিকা চান আগামীতে আরও বড় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। নিজের কাজের পাশাপাশি চালিয়ে যেতে চান এই বডি বিল্ডিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda News, Nurse