#মালদহ: পঞ্চমীর সন্ধ্যায় মালদহে মহানন্দা নদীতে মর্মান্তিক নৌকাডুবি। সব মিলিয়ে এখনও ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। সন্ধেয়, চাঁচলের জগন্নাথপুর থেকে মুকুন্দপুর যাওয়ার সময়ে মাঝনদীতে দুর্ঘটনাটি ঘটে। মুকুন্দপুরে মেলায় যাওয়ার জন্য বিকেল থেকেই চলছিল ঝুঁকির পারাপার। সন্ধেয়, অতিরিক্ত যাত্রী ওঠার জেরে নৌকাটি মাঝনদীতে উল্টে যায়।
নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে উদ্ধারকাজে নেমে পড়েন। সেদিন রাতেই ৩ জনের দেহ উদ্ধার।বন্যা পরিস্থিতির জেরে মহানন্দার জলস্তর এমনিতেই বিপদসীমার উপরে। নদীতে স্রোত বেশি থাকায় অনেকের ভেসে যাওয়ারও আশঙ্কা। রাতে উদ্ধারকাজ শুরু করে এনডিএরআফ। বন্যা পরিস্থিতি থাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলটি মালদহতেই ছিল।
এখনও এটা স্পষ্ট নয় যে সেই সময় নৌকায় মোট কতো যাত্রী ছিল, আর কতোজনকে জীবিত অবস্থায় কতজনকে উদ্ধার করা হয়েছিল। তাই এটা বোঝা সম্ভব হচ্ছে না যে মোট কতো যাত্রী নিখোঁজ। যাঁদের পরিবার নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন, সরকারি ভাবে তাঁদেরই নিখোঁজ বলে ধরা হচ্ছে।