Sebak DebSarma
#মালদহ: এ বার বিস্ফোরক আরও এক বিজেপি জেলা সভাপতি। আলিপুরদুয়ারের সভাপতি পদত্যাগের কারণ নিয়ে দলের মধ্যে আত্ম সমীক্ষার দাবি তুললেন মালদহের বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল । তাঁর কথায়, ‘‘দল আদর্শ ভ্রষ্ট হচ্ছে কিনা দেখা উচিত । উচ্চ নেতৃত্বকে জেলার কার্য কর্তাদের কথা ধৈয্য ধরে শুনতে হবে । কার্যকর্তারা তিল তিল করে পার্টি গড়েছেন । বাইরে থেকে হুটহাট করে চলে এল, আর নেতৃত্ব নিয়ে নেবে তা সহ্য করা যায় না। হঠাৎ করে আসব আর গদি পাব, তা হয় না। তৃণমূল থেকে আসা ৭০ থেকে ৮০ জনকে এ বার প্রার্থী করা হয়। এদের মধ্যে তিন থেকে চারজন জিতেছেন। তাঁরা সকলে জিতলে হয়তো মন্ত্রী হত । আর আমাদের মতো নেতাদের লাইন দিয়ে তাঁদের পেছনে থেকে দেখা করতে হত । তাও হয়তো দেখা পেতাম না । ভগবান যা করেন মঙ্গলের জন্যই ।’’ নিউজ ১৮ বাংলায় চাঞ্চল্যকর মন্তব্য বিজেপি মালদহ জেলা সভাপতির।
মানুষ বাইরের নেতা, সারদা নারদা কাণ্ডে যুক্ত এমন নেতাদের মানতে পারেননি । ওঁদের নিয়েই যত গণ্ডগোল । ক্ষমতা দখল মূল কথা নয় । আদর্শ নিয়েই ক্ষমতায় আসতে হবে । তাতে দেরি হয় হোক, মন্তব্য বিজেপি জেলা সভাপতির । গঙ্গা প্রসাদ শর্মার মতো নেতাদের দলত্যাগ দুভার্গজনক । ক্ষোভ দুঃখ অভিমান নিয়ে দল ছেড়েছেন উনি । উনি দলের সঙ্গে গদ্দারি করেছেন এমন নয় । ভোটের আগে দল ছাড়েননি । তাঁর নেতৃত্ব আলিপুরদুয়ারে দল জিতেছে । দলত্যাগ হয়তো ঠিক হয়নি । উচ্চ নেতৃত্বের উচিৎ অন্যান্য সভাপতি, সাধারণ সম্পাদক, পার্টির কার্যকর্তারা যারা তিল তিল করে পার্টি গড়েছেন তাঁদের কথা শোনা । কার্যকর্তারা যদি মূল্য না পায় সেটা দুভার্গের ।
একই সঙ্গে তিনি বলেন, ‘‘গঙ্গা প্রসাদ শর্মার দলত্যাগ হয়তো ঠিক হয়নি। আবর্জনার পার্টিতে গিয়ে তিনি কতটা শুদ্ধ থাকবেন তা ভবিষ্যৎ বলবে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।