#রায়গঞ্জ: করোনা স্বাস্থ্যবিধিকে অমান্য করে রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা শাসক দফতরের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি মহিলা মোর্চা। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, রাজ্যজুড়ে মহিলাদের উপর অত্যাচার বন্ধ না-হলে তাঁরা রাস্তায় নেমে আন্দোলন করবেন।
হেমতাবাদের বি জে পি বিধায়ক দেবন্দ্রনাথ রায়ের রহস্যজনক মৃত্যুর পর গত ৯ অগাস্ট তাঁর পরিবারকে সমবেদনা জানাতে বালিয়ার বাড়িতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই দিনই বিন্দোলে প্রয়াত বিধায়কের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।করোনা আবহে মিটিং মিছিল বন্ধ রাখার সরকারি নির্দেশ থাকলেও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই নির্দেশ অমান্য করায় তিনি সহ প্রায় একহাজার কর্মী সমর্থকদের বিরুদ্ধে বির্পযয় মোকাবিলা আইনে মামলা করেছিল রায়গঞ্জ থানার পুলিশ।
সেই করোনা আবহের মধ্যেই দিলীপবাবুর পথে হাঁটলেন মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার হাজার হাজার মহিলা এবং পুরুষদের নিয়ে রায়গঞ্জ কর্নজোড়া থেকে বিশাল মিছিল করে জেলা শাসক দফতরের সামনে হাজির হয়েছিলেন। দলীয় কর্মী সমর্থকদের অধিকাংশের ছিল না মুখে মাস্ক,মানা হয়নি সামাজিক দূরত্ব। এ প্রসঙ্গে মহিলা নেত্রী জানিয়েছেন, মহিলাদের বুকে ব্যথা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। মহিলারা আজ সুরক্ষিত নন। প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও পুলিশকে কড়া হাতে দমন করার নির্দেশ দিচ্ছেন না। ফলে দুস্কৃতীরা বুক ফুলিয়ে মহিলাদের উপর অত্যাচার করছেন। মহিলাদের উপর এই অত্যাচার বন্ধ না হলে তাঁরা রাস্তায় নেমেই আন্দোলন করবেন।
UTTAM PAUL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।