• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • শিশুপাচার কাণ্ডে নাম জড়ানোয় রাজ্যসভায় ক্ষিপ্ত রূপা গঙ্গোপাধ্যায়

শিশুপাচার কাণ্ডে নাম জড়ানোয় রাজ্যসভায় ক্ষিপ্ত রূপা গঙ্গোপাধ্যায়

শিশুপাচার কাণ্ডে নাম জড়ানোয় রাজ্যসভায় ক্ষিপ্ত রূপা গঙ্গোপাধ্যায়

শিশুপাচার কাণ্ডে নাম জড়ানোয় রাজ্যসভায় ক্ষিপ্ত রূপা গঙ্গোপাধ্যায়

শিশুপাচার কাণ্ডে নাম জড়ানোয় রাজ্যসভায় ক্ষিপ্ত রূপা গঙ্গোপাধ্যায়

 • Share this:

  #নয়াদিল্লি: শিশুপাচার কাণ্ড নিয়ে উত্তাল রাজ্যসভা ৷ জলপাইগুড়ি শিশু পাচার প্রসঙ্গে সভা চলাকালীন নাম না করে রূপা গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন এক কংগ্রেস সাংসদ ৷ তাতেই মেজাজ হারান বিজেপি নেত্রী রূপা ৷ ওয়েলে নেমে ডেপুটি চেয়ারম্যানের কাছে গিয়ে বিক্ষোভ দেখান ৷

  আসলে এদিন রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রজনী পটেল জলপাইগুড়ি শিশু পাচার চক্রের প্রসঙ্গ তোলেন এবং নাম না করে রূপা গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘রাজ্যসভায় এই মুহূর্তে এমন একজন বিজেপি সাংসদ উপস্থিত, যে এই চক্রে জড়িত ৷’ এ

  এই কথা শোনার পরই প্রবল ক্রুদ্ধ রূপা ডেপুটি চেয়ারম্যান পি জে ক্যুরিয়েনের কাছে কথা বলার জন্য অনুমতি চান ৷ কংগ্রেস সাংসদের বক্তৃতার মাঝেই চেঁচামেচি শুরু করেন ৷ রজনী পটেল আরও বলেন, জলপাইগুড়ি পাচার কাণ্ডে বহু বিজেপি নেতা যুক্ত রয়েছেন ৷ তাতে সম্মতি জানান সভায় উপস্থিত তৃণমূল সাংসদরাও ৷

  বহুবার আবেদনের পরও কথা বলার অনুমতি না দেওয়ায় উত্তেজিত নেত্রী ওয়েলে নেমে ডেপুটি চেয়ারম্যানের আসনের কাছে গিয়ে বিক্ষোভ দেখাতে করেন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নকভি ক্রুদ্ধ বিজেপি নেত্রীকে সরিয়ে নিয়ে যান ৷ একইসঙ্গে ডেপুটি চেয়ারম্যান নেত্রীকে আশ্বস্ত করেন কোথাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনওরকম প্রমাণ ছাড়া বিজেপি নেতাদের নাম উল্লেখ করা হলে তা মুছে দেওয়া হবে ৷

  জলপাইগুড়ি শিশু পাচার কাণ্ডে ধৃত অভিযুক্ত জুহি চৌধুরী ছিলেন, বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক ৷ শিশু পাচার কাণ্ডে জুহির নাম সামনে আসার পর থেকেই আঙুল উঠেছিল বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের দিকে ৷ মহিলা মোর্চার দায়িত্বভার সামলানোর সঙ্গে সঙ্গে রূপার ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন জুহি বলেই অভিযোগ করেন বিরোধীরা ৷

  অন্যদিকে, জলপাইগুড়ি শিশুপাচারচক্রে ধৃত মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী দাবি করেন, চন্দনা চক্রবর্তীর হয়ে হোম নিয়ে দিল্লিতে তদ্বির করেন রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাশ বিজয়বর্গী। জুহি চৌধুরীর মাধ্যমেই বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ। চন্দনার সঙ্গে রূপার পরিচয়ও করিয়ে দেন জুহি। বিনিময়ে হোমের ও চালসায় রিসর্টের মালিকানা নিয়ে কথা হয়।

  First published: