#দার্জিলিং: ছুটি কাটাতে পাহাড়ে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? রবিবার বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। তারপর সোজা কার্শিয়াং। সেখানে ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে দার্জিলিং রওনা দেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দার্জিলিংয়ে তিনি থাকবেন এক আত্মীয়র হোটেলে।
এছাড়া পাহাড়ে মিঠুনের অন্য কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা এখনও জানা যায়নি। জেলা বিজেপি নেতৃত্বও জানিয়েছে, ব্যক্তিগত সফরে এসছেন মিঠুন চক্রবর্তী। তা সত্ত্বেও মিঠুনের পাহাড় সফর নিয়ে জল্পনা বাড়ছে। ১৬ জুলাই তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। স্বাভাবিক ভাবেই পাহাড়ের পরিস্থিতি নিয়ে জল্পনা বাড়ছে।
আরও পড়ুন: প্রবল গতির বাসের সজোরে ধাক্কা, ব্যাপক ক্ষতিগ্রস্ত পদ্মা সেতু! ঘটনা জানলে আঁতকে উঠবেন
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের শেষ বিধানসভা ভোটে মিঠুন চক্রবর্তী ছিলেন বিজেপির স্টার ক্যাম্পেনার। কিন্তু সেই সময়ের পর থেকে আর সেভাবে সক্রিয় রাজনীতিতে পাওয়া যাচ্ছিল না তাঁকে। কিন্তু সম্প্রতি ফের মিঠুন চক্রবর্তীকে দেখা যেতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। সক্রিয় ভূমিকা নিয়েই এবার মাঠে নামছেন তিনি।
আরও পড়ুন: 'তৃণমূলের লোকেরা যেন শিয়ালদহ মেট্রো না চড়ে, তাহলেই...', শর্ত দিলেন দিলীপ ঘোষ! কারণ কী?
কলকাতায় পা রেখেই তিনি বলেছিলেন, ''শরীর খারাপ থাকায় এতদিন আসতে পারিনি। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। আমি রাজনীতি নয়, মানুষ নীতিতে বিশ্বাস করি।'' আর এরই মধ্যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রবল গুঞ্জন বিজেপির অন্দরে। রাজ্যসভায় মিঠুন চক্রবর্তীকে সাংসদ করে বাংলায় বিজেপির সংগঠনকে সক্রিয় করার পরিকল্পনার খবর উঠে এসেছে বিজেপির অন্দরে। রাজ্যসভায় রুপা গঙ্গোপাধ্যায়ের জায়গায় মিঠুন? এমনই জল্পনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে।
সম্প্রতি, রুপা গঙ্গোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তের রাজ্যসভা পদের মেয়াদ শেষ হয়েছে। সামনেই উপ রাষ্ট্রপতি নির্বাচন। সেই ভোটে রাজ্যসভার সাংসদরা ভোট দেবেন। কেন্দ্র চায় উপ রাষ্টপতি নির্বাচনের আগেই রাজ্যসভায় বিজেপির শূন্যপদ পূরণ করতে। এই পরিস্থিতিতে মিঠুনকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। সেই জল্পনা আরও বাড়িয়েছে তাঁর পাহাড় সফর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Darjeeling, Mithun Chakraborty