Football World Cup 2018

‘মুখ্যমন্ত্রী ১০০ বার পাহাড়ে এলেও কিছু হবে না, কয়েকজন নেতা টাকায় বিক্রি হচ্ছেন’, কটাক্ষ গুরুংয়ের

Elina Datta | News18 Bangla
Updated:Mar 24, 2017 07:45 PM IST
‘মুখ্যমন্ত্রী ১০০ বার পাহাড়ে এলেও কিছু হবে না, কয়েকজন নেতা টাকায় বিক্রি হচ্ছেন’, কটাক্ষ গুরুংয়ের
Elina Datta | News18 Bangla
Updated:Mar 24, 2017 07:45 PM IST

#শিলিগুড়ি: পাহাড়ে মোর্চার জয় নিয়ে আত্মবিশ্বাসী গুরুং ৷ বাগডোগরায় এদিন বিমল গুরুং বলেন, ‘পাহাড়ের ৪টি পুরসভাতেই জিতবে মোর্চা ৷’ একইসঙ্গে নেতা-মন্ত্রীকে টাকা দিয়ে কিনে দল ভাঙানোর অভিযোগ তোলেন শাসক দলের দিকে ৷

এদিন মোর্চা নেতা বিমল গুরুং বলেন, ‘আমি পাহাড়ের ছেলে ৷ পাহাড়ের জন্য আমি কাজ করে আসছি ৷ অরূপ বিশ্বাস পাহাড়ের ছেলে নন, উনি ব্যক্তিগত স্বার্থে পাহাড়ে আসছেন ৷’

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করে মোর্চা নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী ১০০ বার পাহাড়ে এলেও কিছু হবে না ৷ কয়েকজন নেতা টাকায় বিক্রি হচ্ছেন ৷ জনতা আমাদের সঙ্গেই আছে ৷ যুবসমাজকে প্রলোভন দেওয়া হচ্ছে ৷ সরকারি চাকরি ও টাকার প্রলোভন দেওয়া হচ্ছে ৷’

গত বছর বিধানসভা নির্বাচনের সময় থেকেই মোর্চার ভাঙন স্পষ্ট ৷ মোর্চা প্রধান বিমল গুরুং-এর সঙ্গে বিরোধের জেরে দল ছাড়েন হরকা বাহাদুর ছেত্রী ৷

First published: 07:45:07 PM Mar 24, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर