#দার্জিলিং: রাজনৈতিক টানাপোড়নে ফের তপ্ত দার্জিলিং ৷ রবিবার সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি বিমল গুরুং ও রোশন গিড়ির নামে তোপ দাগলেন বিনয় তামাং ৷ মোর্চার অন্দরের দুনীর্তি কেন্দ্রীয় কমিটির কাছে খোলসা করে দেবেন বলেও চ্যালেঞ্জ ছোঁড়েন বিনয় তামাং ৷
সাংবাদিুক বৈঠকে বিনয় জানান, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ৷ সঠিক সময় কেন্দ্রীয় কমিটিকে সব জানাব ৷ অন্য কোনও দল তৈরি করছি না ৷ অন্য কোনও দলে যোগও দিচ্ছি না ৷ মোর্চাতে থেকেই গোর্খাল্যান্ড আন্দোলন করব ৷ আমি গোর্খা বা গোর্খাল্যান্ডের বিরুদ্ধে নই ৷ ৩ মাস ধরে পাহাড়ে বনধ চলছে ৷ পাহাড়ে ক্রমাগত বিস্ফোরণের চরম নিন্দা করছি ৷ ’
বিনয়ের কথায়,
‘আমাকে ও আমার পরিবারকে খুনের চেষ্টা ৷ খুনের চেষ্টা করা হচ্ছে বলে খবর আছে ৷ মদন তামাঙের মতো আমাকেও টার্গেট করা হচ্ছে ৷ পাহাড়ে ১২ দিনের জন্য বনধ তোলার সিদ্ধান্ত ৷ বিমল গুরুংকে জানিয়েই সিদ্ধান্ত নিই৷’
বিমল গুরুং-রোশন গিরিকে তোপ দেগে বিনয় জানালেন,
আমাকে দল থেকে তাড়ানোর নিন্দা করছি ৷ মোর্চার নিজস্ব সংবিধান আছে ৷ ‘কাউকে পদ বা দল থেকে সরাতে হলে ৷ প্রথমে তাঁকে শোকজ নোটিস দিতে হয় ৷ প্রয়োজন হলে আমি বা অনীত থাপা ৷ আইনি সাহায্য নিতে পারি ৷ রোশন গিরি এতদিন ধরে কী করেছেন? দিল্লিতে বসে গোর্খাল্যান্ডের জন্য কী করেছেন? আমাকে রাজনৈতিক শিকার বানানোর চেষ্টা হচ্ছে ৷ গোর্খাল্যান্ড নয়, আমাকে দল থেকে তাড়ানোই উদ্দেশ্য ৷ আমি জেলে গেলে বিমল-রোশন কেন যাবেন না? ৷ নেতাকে সবসময় সামনে থেকে লড়তে হয় ৷ ’
নাম না করে মোর্চা নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেন বিনয় তামাং,
‘ফ্লোরিডা, লন্ডন, মুম্বইয়ে কার ফ্ল্যাট আছে? পোখরানে কার হোটেল ব্যবসা আছে? গরিবের টাকা কারা নয়ছয় করেছেন? দু’এক দিনের মধ্যে সব তথ্য জানাব ৷ আমি এখনও দলের চিফ কো অর্ডিনেটর ৷ তাই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছি ৷ পাহাড়ে শান্তি ফেরাতে আবেদন জানিয়েছি ৷ আমার উপর হিংসে করছে গুরুংরা ৷ আন্দোলনের সময় আমার বাড়তে থাকা জনপ্রিয়তায় আশঙ্কায় মোর্চা নেতারা ৷ সে কারণেই পদক্ষেপ করছে গুরুংরা’