corona virus btn
corona virus btn
Loading

ছিনতাইয়ের জন্য বাইক না থামানোয় গুলি, ছাত্রসহ আহত ২

ছিনতাইয়ের জন্য বাইক না থামানোয় গুলি, ছাত্রসহ আহত ২
Representative Image
  • Share this:

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগে গুলিতে আহত ছাত্র। একটুর জন্য প্রাণে বাঁচলেন কাকাও। সোনার ব্যবসায়ী কাকার সঙ্গে বাইকে বাড়ির ফেরার পথে ছিনতাইবাজদের গুলিতে আহত হয় অষ্টম শ্রেণির ছাত্র সৌরভ সেন। তার পেট ঘেঁষে বেরিয়ে যায় গুলি।

মুর্শিদাবাদের দৌলতাবাদের বালিরঘাটের কাছে সোনার দোকান উৎপল সেনের। রবিবার রাতে দোকান বন্ধ করে ভাইপো সৌরভকে নিয়ে বাইকে করে খাগড়ার বাড়িতে ফিরছিলেন উৎপল। সঙ্গে ছিলেন আরও এক আত্মীয়।

সৌরভের অভিযোগ, পালপাড়ার কাছে কয়েকজন ছিনতাইবাজ বাইক আটকানোর চেষ্টা করে। তাদের উদ্দেশ্য বুঝতে পেরে বাইকের গতি বাড়িয়ে দেন উৎপল। গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। বাইকের পিছনে বসা সৌরভের পেট ঘেঁঁষে বেরিয়ে যায় গুলি। গুলি লক্ষ্যভ্রস্ট হওয়ায় একটুর জন্য প্রাণে বেঁচে যান উৎপলও। তাঁর নাক ছুঁয়ে বেরিয়ে যায় গুলি।

আহতরা মুর্শিদাবাদ মেডিক্যালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, বহরমপুর-ডোমকল রাজ্য সড়কে ছিনতাইবাজদের দাপট বাড়ছে। নিষ্ক্রিয় পুলিশ।

Published by: Pooja Basu
First published: January 20, 2020, 3:47 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर