Football World Cup 2018

অভাবের সংসার থেকেই আন্তর্জাতিক আসরে নামার স্বপ্ন রাজ্য অ্যাথলেটিক্স মিটে জোড়া সোনাজয়ী মামণির

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jul 13, 2017 05:08 PM IST
অভাবের সংসার থেকেই আন্তর্জাতিক আসরে নামার স্বপ্ন রাজ্য অ্যাথলেটিক্স মিটে জোড়া সোনাজয়ী মামণির
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jul 13, 2017 05:08 PM IST

#মালদা:  ইংরেজবাজারের অখ্যাত গ্রাম। একচালা ঘর। এখানেই থাকেন রাজ্য অ্যাথলেটিক্সের সেরা মেয়ে। বাংলার জ্যাভেলিন-ডিসকাস থ্রোয়িং-এর নতুন রানি মালদার মামণি ৷

এক চিলতে ভাঙা ঘর। মালদহের ইংরেজবাজারের নঘরিয়া। বর্ষায় ঘরে জল ঢোকে। বাবা-মা-দাদাকে নিয়ে চারটে প্রাণী। টানের সংসার। খাওয়া জোটে এটাই অনেক। এই ঘরেই থাকেন জ্যাভেলিন আর ডিসকাসের রাজ্যসেরা মেয়ে। বিশ্বাস করতে কষ্ট হয় ? চলতি মাসেই সল্টলেক সাইয়ে রাজ্য অ্যাথলেটিক্স মিটে রেকর্ড করেছেন মামণি। জ্যাভেলিনে। সোনা জিতেছেন ডিসকাসেও।

একচিলতে এই ঘর থেকে নঘরিয়াকে আশা জাগাচ্ছেন স্থানীয় হাইস্কুলের ক্লাস টেনের ছাত্রী। স্কুলে মামণিকে ছোটবেলা থেকে ট্রেনিং দিচ্ছেন কোচ পুলক ঝা। স্কুলেই রয়েছে মিনি জিম। যেখানে নিয়মিত কাঁধের জোর বাড়াতে নিজেকে শান দেন মামণি।

মালদার মেয়ের পরের লক্ষ্য জাতীয় স্তর। শুধু বাংলা নয়, ভবিষ্যতে ভারতের হয়ে আন্তর্জাতিক আসরে নামতে চায় নঘরিয়ার জেদি মেয়ে।

First published: 05:01:58 PM Jul 13, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर