#শিলিগুড়ি: গতির বলি বন্যপ্রাণ। গাড়ির ধাক্কায় প্রাণ গেল বার্কিং ডিয়ারের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ির নকশালবাড়িতে। পরিবেশপ্রেমীদের অভিযোগ, চা বাগান ও জঙ্গল লাগোয়া এলাকায় রাস্তা চওড়া হওয়াতেই বাড়ছে বিপদ। চালকদের সতর্ক করতে নেই কোনও সর্তকীকরণ।বুধবার সকাল। শিলিগুড়ির নকশালবাড়িতে একত্রিশের সি জাতীয় সড়কের ধারে একটি বার্কিং ডিয়ারকে পরে থাকতে দেখা যায়। রাস্তা পেরিয়ে চা বাগান থেকে জঙ্গলে ঢোকার মুখেই দুর্ঘটনার কবলে পড়ে হরিণটি। স্থানীয়রা প্রাণীটিকে বাঁচানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।
এদিনের ঘটনায় ফিরে এল ১৯ অগাস্টের স্মৃতি। সেদিন গাড়ির ধাক্কায় প্রাণ যায় পূর্ণ বয়স্ক স্ত্রী চিতাবাঘের। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের দলগাঁও চা বাগানের কাছে। একই ঘটনা ঘটে গত বছরের ৩০ অক্টোবর।সন্ধের সময় রাস্তা পেরোতে গিয়ে গাড়ির ধাক্কা খায় একটি চিতাবাঘ। পরে মারা যায় সেটি। দুর্ঘটনাটি ঘটে বাগডোগরা ও হাতিঘিসার মাঝামাঝি এলাকায়। বারবার এমন ঘটনা রুখতে সড়কপথে গতি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন পরিবেশপ্রেমীরা।ট্রেনের ধাক্কায় হাতিমৃত্যু ঠেকাতে সতর্ক হয়েছে রেল। গতি নিয়ন্ত্রণের ফল মিলেছে হাতেনাতে। চালকের তৎপরতায় বারবার প্রাণ বেঁচেছে দাঁতালের। এবার সড়কপথেও একই বিধি চালুর পক্ষে সওয়াল বিশেষজ্ঞদের।
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Accident, Deer, Siliguri