হোম /খবর /মালদহ /
প্রতিমাসে অস্থায়ী কর্মীদের বেতন প্রায় ৭৪ লক্ষ টাকা, আয় বাড়াতে পরিকল্পনা

Bangla News: প্রতিমাসে অস্থায়ী কর্মীদের বেতন প্রায় ৭৪ লক্ষ টাকা, আয় বাড়াতে পরিকল্পনা পৌরসভার

X
অভিনব [object Object]

Bangla News: শনিবার ইংরেজবাজার পুরসভার পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। বাজেট পেশের সভায় বিরোধী পক্ষের কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন না।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: বিগত কয়েক বছরে আয় বেড়েছে পুরসভার। তবে দেড় হাজারের বেশি অস্থায়ী কর্মীদের মাস মাইনে দেওয়াটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মালদহের ইংরেজবাজার পুরসভার। জানা গিয়েছে ২০২২-২৩ অর্থ বর্ষে ইংরেজবাজার পুরসভার আয় বেড়েছে প্রায় ১৩ কোটি টাকা। সেই হিসেবে ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ১৭৯ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে ইংরেজবাজার পুরসভায়।

শনিবার ইংরেজবাজার পুরসভার পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। বাজেট পেশের সভায় বিরোধী পক্ষের কাউন্সিলরেরা উপস্থিত ছিলেন না। ২৬ জন শাসক শিবিরের কাউন্সিলরের উপস্থিতিতে বাজেট পেশ হয়। ২০২৩-২৪ অর্থ বর্ষে বাজেটে ধরা হয়েছে ১৬৮ কোটি ৯৭ লক্ষ ৪ হাজার ২৭২ টাকা।ইংরেজবাজার পুরসভা সূত্রে জানা গিয়েছে , ২০২-২৩ অর্থবর্ষে ১৫৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল।

আরও পড়ুন: 'সব বাম নেতাদের বাড়ির লোক-স্ত্রী'রা চাকরি পেয়েছে', বিস্ফোরক মন্ত্রী! সামনে ৫ নামও

এবছর প্রায় ১৬৯ এর কোটি টাকার বাজেট পেশ হয়েছে। যেখানে জঞ্জাল, নিকাশি ব্যবস্থা, বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার , পথবাতি, পরিশ্রুত পানীয় জল সহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। তবে গত তিন বছরের মধ্যে পুরসভার আয় অনেকটাই বেড়েছে। ২০২০-২১ অর্থে বর্ষে পুরসভার নিজস্ব আয় হয়েছিল ১৪ কোটি টাকা। এরপর ২০২১-২২ অর্থবর্ষে সংশ্লিষ্ট পৌরসভার আয় গিয়ে দাড়ায় ১৭ কোটিতে। চলতি বছর পুরসভার রেকর্ড আয় বাড়াতে সক্ষম হয়েছে। এবছর আয় হয়েছে প্রায় ২৭ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার টাকা।

আরও পড়ুন: নিষিদ্ধপল্লীতে এসে কী ভয়ঙ্কর অভিজ্ঞতা! পথের ভিখারি হয়ে বেরোলেন ২ যুবক

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, সংশ্লিষ্ট পুরসভায় প্রায় ১৫০০ অস্থায়ী কর্মী রয়েছে। যাদের বেতন বাবদ প্রতি মাসে ৭৫ লক্ষ টাকা করে গুনতে হচ্ছে পুরসভা কে।পুরসভার নিজস্ব ফান্ড থেকে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পুরসভাকে আয় বৃদ্ধিতে জোর দিতে হয়েছে। যার ফলে এই বছর বিপুল পরিমাণ পুরসভার আয় হয়েছে।

------হরষিত সিংহ

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, Malda News, West Bengal news