হোম /খবর /জলপাইগুড়ি /
কার মৃত্যু, বাবা নাকি মার? ডেথ সার্টিফিকেট হাতে পেয়ে মাথায় হাত ছেলের!

Bangla News: কার মৃত্যু, বাবা নাকি মার? ডেথ সার্টিফিকেট হাতে পেয়ে মাথায় হাত ছেলের!

জলপাইগুড়িতে এ কী কাণ্ড!

জলপাইগুড়িতে এ কী কাণ্ড!

Bangla News: মৃত মহিলা, ডেথ সার্টিফিকেটে তাঁর স্বামীর নাম‌ও জুড়ে দিল হাসপাতাল!

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

জলপাইগুড়ি: অনেকেই বলে নেই রাজ্যের সুপার স্পেশালিটি, তার ওপর অযোগ্য কর্মীদের ভুলভ্রান্তি, এই দুয়ের জাতাকলে নাভিশ্বাস উঠছে জেলাবাসীর। মৃত মা, তবে হাসপাতালের দেওয়া কাগজে বাবাকেও মৃত বলে উল্লেখ। ঘটনা জলপাইগুড়ির।

মৃত্যু ঘটেছে মায়ের। অথচ হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত বলে ঘোষণা করা হল বাবার নাম‌ও। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় রীতিমতো ‌হ‌ইচ‌ই পড়ে গেছে গোটা হাসপাতাল চত্বরে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মৃতের আত্মীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: দমকা হাওয়া, সঙ্গে মুষলধারে বৃষ্টি, জেলায় জেলায় দ্রুত বদলাবে আবহাওয়া! বিরাট আপডেট

মৃতার ছেলে রাকেশ ওরাওঁ বলেন, আমরা ভান্ডিগুড়ি চা-বাগানের বাসিন্দা। গত ১০ মার্চ মা রুপনি ওরাওঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। ১৪ তারিখ হাসপাতালে‌ই মায়ের মৃত্যু হয়। অথচ ডেথ সার্টিফিকেটে বাবাকেও মৃত বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ফের সেই সাগরদিঘি, ফের হারল তৃণমূল! বিপুল ভোট জয়ী বাম কংগ্রেস জোট প্রার্থী!

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা এখন আদালতে যেতে বলছেন। অথচ আমার বাবা গোপাল ওরাওঁ জীবিত অবস্থায় বাড়িতেই রয়েছেন। যদিও এই ঘটনা নিয়ে হ‌ইচ‌ই শুরু হতেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের এম‌এসভিপি কল‍্যাণ খাঁ পরবর্তীতে জানান, ডেথ সার্টিফিকেটে হয়তো কোন‌ও ভুল ত্রুটি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে সার্টিফিকেট সংশোধন করে দেওয়া হবে।

-----সুরজিৎ দে

Published by:Suman Biswas
First published:

Tags: Jalpaiguri, West Bengal news