হোম /খবর /উত্তরবঙ্গ /
দিনমজুরের দিন বদল এক লটারির টিকিটেই, কোটিপতি হতেই যা ঘটল...

Lottery West Bengal: দিনমজুরের দিন বদল এক লটারির টিকিটেই, কোটিপতি হতেই যা ঘটল...

দিনমজুরের লটারি জয় (প্রতীকী চিত্র)

দিনমজুরের লটারি জয় (প্রতীকী চিত্র)

Lottery West Bengal: এক কোটি টাকার লটারি জিতে সুজয় পাহান নামে ওই দিনমজুরের পরিবার এখন পুলিশি নিরাপত্তা চাইছেন।

  • Last Updated :
  • Share this:

#বালুরঘাট: ফের লটারিতে ভাগ্যের চাকা ঘুরল দিনমজুরের। কোটি টাকার লটারিতেই বদলে গেল ভাগ্য। আর দিনমজুদের দিনবদলের এই ঘটনার পর লটারির ওই টিকিট নিয়ে থানায় হাজির হলেন ওই দিনমজুর ও তাঁর পরিবার। সুজয় পাহান নামে ওই দিনমজুরের পরিবার এখন পুলিশি নিরাপত্তা চাইছেন।

মাত্র ৩০ টাকাতেই রাজমিস্ত্রি শ্রমিকের ভাগ্যের চাকা ফিরল। লটারির টিকিট কেটে রাতারাতি ক্রোড়পতি ওই যুবক। ৩০ টাকা দিয়ে লটারি কেটে রাতারাতি কোটিপতি কলেজ ছাত্র তথা রাজমিস্ত্রি শ্রমিক সুজয় পাহান। জানা গিয়েছে, ওই যুবকের নাম সুজয় পাহান। তাঁর বাড়ি বালুরঘাট ব্লকের ডাঙা গ্রামপঞ্চায়েতের বেলঘড়িয়া এলাকায়।

আরও পড়ুন: জ্বর দিয়ে শুরু, ধরা পড়ল ডেঙ্গি! হাওড়ার শিশুমৃত্যুতে তুমুল আতঙ্ক, ছোটদের সাবধানে রাখুন...

আরও পড়ুন: স্বস্তির জায়গাতেই প্রকট অস্বস্তি, বড় ভাঙন BJP-তে! পুরভোটের আগেই TMC-র উচ্ছ্বাস

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল ৩০ টাকা দিয়ে লটারি কেটেছিলেন তিনি। এরপরেই ওই লটারিতে এক কোটি টাকা মিলে যায়। এরপরই আতঙ্কে নিরাপত্তা চেয়ে রবিবার সাতসকালে বালুরঘাট থানায় পরিবার নিয়ে হাজির হন ওই যুবক।

আরও পড়ুন: BJP-র 'পুরস্কারেও' অনড়, জল্পনা সত্যি করে আজই অভিষেকের হাত ধরে তৃণমূলে রাজীব?

জানা গিয়েছে, ওই যুবক রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনা করেন। সে পতিরাম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বাড়িতে শয্যাশায়ী বাবা। পরিবারের একমাত্র আয়ের ভরসা ওই যুবক। এই লটারির টাকা পেয়ে সংসারের হাল ফেরাতে চাইছেন ওই যুবক। অন্যদিকে, বালুরঘাট থানার পক্ষ থেকে ওই যুবককে এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Published by:Suman Biswas
First published:

Tags: Balurghat, Lottery, Lottery result