দক্ষিণ দিনাজপুর: হাওয়া অফিসের পূর্বাভাসের আগেই ঝড় আছড়ে পড়ল বালুরঘাটে। স্থানীয়রা অনেকেই একে মোকা বলে মনে করলেও আবহাওয়া দফতর বলছে, এ নিতান্তই কালবৈশাখী। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বালুরঘাট ও সংলগ্ন এলাকার উপর ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত সংগঠিত হয়। শহরের আদালত চত্বর ও সরোজসেতু রোডে দু’টি বড় গাছ উপড়ে পড়ে।
এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাত থেকে লোডশেডিং শহর জুড়ে। বিদ্যুতের হাইটেনশনের পোল দুমড়ে মুচড়ে তার ছিঁড়ে গিয়েছে কয়েকটি এলাকায়। রাত সাড়ে এগারোটা নাগাদ বালুরঘাট ও তার আশপাশের এলাকার উপর দিয়ে ঝড় বৃষ্টি হয়ে যায়। ঝড়ে জেলা আদালতের রাবার গাছের গোড়া-সহ পুরাতন গাছ উপড়ে শহরের মেন রোড অবরুদ্ধ হয়ে পড়ে। একই সঙ্গে সরোজ সেতু রোডেও গাছ উপড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়।
ঝড় থামার পর রাতেই বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে পৌরসভার টিম ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজে নেমে পড়েছে। সকালেও গাছ ও বিদ্যুতের পোল সরানোর কাজ সম্পন্ন না হওয়ায় আদালত এলাকায় মেইন রোড বন্ধ থাকে।
সুস্মিতা গোস্বামী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Mocha, South Dinajpur