#শিলিগুড়ি: রাজ্যের জন্য ভাল খবর ৷ কলকাতার পর দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বাগডোগরায় বাড়ল যাত্রী সংখ্যা ৷
গত বছরের তুলনায় ৪০ শতাংশ যাত্রী বেড়েছে বাগডোগরায় ৷ কার্গো পরিষেবাতেও উন্নতি, বৃদ্ধির সূচক সেখানে ২ শতাংশ ৷ ডুয়ার্স ও পাহাড়ে পর্যটক বাড়তেই যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রাজ্য ও বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
২০১২-১৩ অর্থবর্ষের পর থেকে ২০১৬-১৭ পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরের যাত্রী সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ ২০১৬-র এপ্রিল থেকে ২০১৭-র ৩১ মার্চ পর্যন্ত বাগডোগরা বিমানবন্দরে যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ লক্ষ ৷ উন্নতমানের পরিষেবার জন্যই তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাগডোগরা বিমানবন্দরের যাত্রীসংখ্যা বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bagdogra Airport