corona virus btn
corona virus btn
Loading

প্রচারের অভাব শিলিগুড়ি ফিল্ম ফেস্টিভ্যালের, ছবি দেখতে ভিড় কম দর্শকদের

প্রচারের অভাব শিলিগুড়ি ফিল্ম ফেস্টিভ্যালের, ছবি দেখতে ভিড় কম দর্শকদের

শিলিগুড়ি ফিল্ম ফেস্টিভ্যালের কথা জানেন না অনেকেই। এই স্মার্টফোনের যুগেও ছবি-উৎসবের খবর ঠিকভাবে পৌঁছনি ইয়ং জেনারেশনের কাছে।

  • Share this:

#শিলিগুড়ি: উদ্বোধন হয়েছিল সাড়ম্বরে। কলকাতা-মুম্বই থেকে উড়ে এসেছিলেন তাবড় তাবড় অভিনেতারা। আয়োজনেও কোনও খামতি ছিল না। কিন্তু প্রচারের অভাবে কিছুটা হলেও যেন সুর কাটল শিলিগুড়ি ফিল্ম ফেস্টিভ্যালে। তাই ছুটির দিনেও সিনেমা দেখতে ভিড় দম দর্শকদের।

পোশাকি নাম ‘গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যাল’। বলতে গেলে শিলিগুড়ির প্রথম চলচ্চিত্র উৎসব। বুধবার যার উদ্বোধনে হাজির ছিলেন বলিউড অভিনেতা রণধীর কাপুর, মহিমা চৌধুরী থেকে টলিউডের ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ, রবীন্দ্র ভবন এবং কার্নিভাল সিনেমায় দেখানো হচ্ছে দেশি-বিদেশি ছবি। ফিল্ম ফেস্টিভ্যালে অন্য ধরনের ছবির স্বাদ পেতে দর্শকদের উৎসাহে খামতি নেই।

কিন্তু সিনেমা হলের ফাঁকা সিট অন্য কথা বলছে। শিলিগুড়ি ফিল্ম ফেস্টিভ্যালের কথা জানেন না অনেকেই। এই স্মার্টফোনের যুগেও ছবি-উৎসবের খবর ঠিকভাবে পৌঁছনি ইয়ং জেনারেশনের কাছে।

রবিবার পর্যন্ত চলবে শিলিগুড়ির এই চলচ্চিত্র উৎসব। তার আগে প্রচার বাড়িয়ে আরও বেশি দর্শক টানাই চ্যালেঞ্জ গ্লোবাল সিনেমা ফেস্টিভ্যালের।

আরও দেখুন-

First published: August 24, 2019, 11:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर