#ইসলামপুর: ইসলামপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর অস্ত্রশস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করল। ৭টি সেভেন এমএম পিস্তল,৮৫ রাউন্ড গুলি, একটি স্টেনগান দুটি ম্যাগাজিন সহ ৪ জনকে গ্রেফতার করে! ধুতরা হল চিরু শেখ, হাসিবুল শেখ, সালাম শেখ ও নুর মোহাম্মদ! চির সেকের বাড়ি ডোমকল ও হাসিবুল শেখ এর বাড়ি জলঙ্গি তে! সালাম সেক ও নূর মোহাম্মদের বাড়ি মালদার কালিয়াচকের! মালদা থেকে অস্ত্র-গুলি নিয়ে এসে চিরু ও হাসিবুল কে বিক্রি করার সময় ইসলামপুর থানার পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে।
ধৃতদের রবিবার বহরমপুর আদালতে তোলা হবে ও পুলিশ হেফাজতে নেওয়া হবে। তাদেরকে জেরা করে এই অস্ত কারবারের সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হবে। জেলা পুলিশ সুপার অজিত সিং যাদব বলেন, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। সঙ্গে আর কে কে জড়িত তাপ বের করার চেষ্টা করা হচ্ছে। পুরসভা ভোটের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে। তবে স্টেনগান টি স্থানীয় কোন কারখানাতেই তৈরি বলে পুলিশের অনুমান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।