#মালদহ: প্রচেষ্টা প্রকল্পে সরকারি এককালীন একহাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষনা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, লকডাউনের মধ্যে মালদহের জেলাশাসকের দপ্তর চত্বরে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে। লাইন-এ দাঁড়ানো নিয়ে ধ্বস্তাধ্বস্তি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি কিছুই বাদ যায়নি।
ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে পড়েন কাতারে কাতারে মানুষ। উধাও হয়ে যায় সামাজিক দুরত্বের সাবধানতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এমনকী মহকুমা শাসক নামলেও ভিড় কমেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লাইনের দৈর্ঘ্য। মালদহে প্রচেষ্টা প্রকল্পে আবেদনপত্র জমা দেওয়ার হিড়িকের এই ছবি চাউর হতেই হইচই পড়ে যায় রাজ্য জুড়ে। দুপুর নাগাদ মালদহ প্রশাসনের পক্ষ থেকে ফর্ম নেওয়া বন্ধ করে ভিড় সরিয়ে দেওয়া হয়।
এরপরেও দফায় দফায় মালদহের জেলাশাসকের দপ্তরের সামনে ভিড় করেন অনেকেই। এরপর জেলা প্রশাসনিক ভবনে ভিতরে ঢোকার দরজার পাশেই ঝুলিয়ে দেওয়া হয় নোটিশ। জানিয়ে দেওয়া হয়, আপাতত আর কোনো আবেদনপত্র গ্রহন করবে না জেলা প্রশাসন। শেষপর্যন্ত বিকেলে রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকা এসে পৌছয় মালদহে। মালদহ সহ সমস্ত জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন পরিস্থিতিতে রাজ্যের কোথাও কোনো সরকারি অফিসেই আর সশরীরে প্রচেষ্টা প্রকল্পের আবেদন পত্র জমা করা যাবে না।