#শিলিগুড়ি: মৃত্যু ঠেকানো যাচ্ছে না। আজও শিলিগুড়ি শহরে আরও এক আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পুরসভার ৩০ নং ওয়ার্ডে। গত পরশু ওই ওয়ার্ডে এক আক্রান্ত মহিলারও মৃত্যু হয়েছে। সবমিলিয়ে শিলিগুড়িতেই এখোনো পর্যন্ত ২১ আক্রান্তের মৃত্যু হয়েছে। যদিও স্বাস্থ্য দফতরের কর্তারা জানান, বেশীরভাগেরই অন্যান্য রোগের পাশাপাশি কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে শহরে। কেননা আক্রান্তের গ্রাফও নামছে না। আজও নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন। প্রত্যেকেই পুর এলাকার বাসিন্দা। গতকালও পুরসভা এলাকায় ৩৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ কীনা গত ৭২ ঘন্টায় পুর এলাকায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৭৪ জন। আগে যেখানে ১০০ জন আক্রান্ত হত ৭৫ দিনে। এখন তা ৩ থেকে ৪ দিনে গিয়ে দাঁড়াচ্ছে। যা ভাবাচ্ছে জেলা প্রশাসনকে।
আজ পরিস্থিতি মোকাবিলায় বৈঠকে বসে করোনা টাস্ক ফোর্সের কর্তারা। এদিকে আক্রান্তের গ্রাফ বাড়ায় উদ্বিগ্ন ব্যবসায়ী মহল। কাল অর্থাৎ শুক্রবার থেকে বন্ধ হচ্ছে ঘোগোমালি বাজার। টানা ৭ দিন বন্ধ থাকবে বাজার। বাজার সংলগ্ন ৩৬ এবং ৩৭ নং ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বাড়ায় এই সিদ্ধান্ত ব্যবসায়ী সমিতির। পরশু অর্থাৎ শনিবার থেকে বন্ধ হচ্ছে গুরুং বস্তি বাজার। টানা ১০ দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। ওই এলাকাতেও একাধীক ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। এদিকে সুস্থও হচ্ছে আক্রান্তরা। প্রতিদিনই ভাল সংখ্যক রোগী সুস্থ হয়ে ফিরছেন ঘরে। আজও দুই কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২ জন। হাসপাতালের সুপার সহ অন্য স্বাস্থ্য কর্মীরা তাদের পুষ্পস্তবক এবং করতালির মধ্য দিয়ে অভিবাদন জানান। অন্যদিকে শিলিগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য অনেকটাই সুস্থ। আজ ফের তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয়েছে মেডিক্যালের ল্যাবে।
PARTHA PRATIM SARKAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Siliguri