মালদহ: মালদহের মানিকচকে গঙ্গায় ভেসেল দুর্ঘটনায় মৃত এক জনের দেহ উদ্ধার হলো বুধবার। জলে তলিয়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে মিলল যুবকের দেহ। সাইদুল শেখ (১৮) নামে ওই যুবক তলিয়ে যাওয়া ট্রাকের খালাসি। বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার উদুয়া এলাকায়। ড্রাইভার কেবিন থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। তলিয়ে যাওয়া লরিগুলির মধ্যে থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত আরও দুটি লরি খোঁজ মেলে। এর আগে গতকাল একটি লরি উদ্ধার হয়। এ নিয়ে তিনটি লরির খোঁজ মিলল। আরও পাঁচটি লরির খোঁজ চলছে।
মঙ্গলবার গঙ্গাবক্ষে ডুবে যাওয়া লরিগুলির হদিশ করতে গিয়ে বড় ক্রেন এর অভাবে সমস্যায় পড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিন সকাল থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেন নিয়ে শুরু হয় নদীতে তল্লাশি। দুপুরে একটি ট্রাক এবং তার ভেতর থেকে এক খালাসির দেহ উদ্ধার হয়। বিকেল নাগাদ জল থেকে তুলে আনা সম্ভব হয় আরও একটি লরি। বাকি লরি গলির খোঁজে বৃহস্পতিবার সকাল থেকেই ফের তল্লাশি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মালদহের মানিকচক ঘাট এর কাছে ঝাড়খণ্ডের রাজমহল থেকে আসা পণ্যবাহী ভেসেল দুর্ঘটনা হয়। ভেসেলের রেলিং ভেঙে নদীর জলে পড়ে যায় আটটি পাথর বোঝাই লরি। বেশিরভাগ গাড়ির চালক ও খালাসী সাঁতরে পারে উঠলেও ঘটনার পর থেকেই তিনজন নিখোঁজ বলে দাবি গাড়ি মালিকদের। এদের মধ্যে একজনের দেহ উদ্ধার হয় এদিন। এখনো গঙ্গায় থাকা লরি গুলির মধ্যে কোন কেউ মৃত অবস্থায় রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। এদিনও দিনভর মানিকচক ঘাটে থেকে উদ্ধার কাজের তদারকি করেন পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা।
-সেবক দেবশর্মা