#জলপাইগুড়ি: ফের রহস্যময় ভাবে হয়ে মৃত্যু হল (Elephant Death) এক পূর্ণবয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে, মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ষোলোডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতিটিকে দেখা গিয়েছে। লোকালয় থেকে উদ্ধার করা হয় ওই পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। তবে আচমকা হাতিটি কিভাবে মারা গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাতিটির মৃত্যু হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বনকর্মীরা।
বৈকুন্ঠপুর বনবিভাগের এক আধিকারিক জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও অধরা। তাই সঠিক কারণ জানতে হাতিটির ময়নাতদন্ত করা হবে। তার পরই কিছু বলা সঠিক হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। এর পরই বনবিভাগে খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে হাতিটিকে উদ্ধার করেন। এবং তাকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
West Bengal | An adult elephant was found dead in a residential area of Bodaganj in Jalpaiguri this morning. Baikunthapur Forest Division, DFO, Manju Tirkei says, "We will conduct a postmortem to know the cause of death." pic.twitter.com/CbwugGzpec
— ANI (@ANI) July 22, 2021
বনবিভাগের এক কর্মী জানিয়েছেন, 'হাতিটি গ্রামে ঢুকে একাধিক বাড়ির গাছের কাঁঠাল খেয়ে ফেলেছিল। তবে কখন সেটি লোকালয়ে ঢুকে পড়েছে তা কেউই টের পায়নি। সকালেই হাতিটিকে গ্রামের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। টহলদারি চললেও, এই পূর্ণবয়স্ক হাতিটি প্রায়ই বোদাগঞ্জ, সাহেববাড়ি, সিপাইপাড়া, ষোলডাঙা গ্রামগুলিতে মাঝে মাঝেই ঢুকে পড়ত। ঘরবাড়ি ভাঙচুর ও ফসলও নষ্ট করত। মানুষও মারা গিয়েছে তার পায়ে।'
বনবিভাগের দাবি হাতিটির বয়স হয়েছিল প্রায় ৪০ থেকে ৪৫। এলাকাবাসীদের অনুমান, অতিরিক্ত কাঁঠাল খেয়ে ফেলার কারণেই সম্ভবত হাতিটির মৃত্যু হয়েছে। হাতিটিকে পুজো দিয়ে বিদায় জানান গ্রামবাসীরা।
তথ্যসূত্র: ভাস্কর চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Elephant Death, North Bengal, West bengal