#কোচবিহার: ভিক্টোরিয়া কাণ্ডের পরও জয় শ্রীরাম নিয়ে পিছু হঠতে নারাজ বিজেপি৷ বরং এই স্লোগানেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে রাজনৈতিক ফায়দা ঘরে তোলার চেষ্টা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে স্পষ্ট করে দিলেন মেরুকরণের রাজনীতি করেই বাংলায় ক্ষমতা দখলের পথে হাঁটছেন তাঁরা৷
এ দিন কোচবিহারে পরিবর্তন যাত্রার উদ্বোধন করে অমিত শাহ বলেন, ' বাংলায় জয় শ্রীরাম বলা যাবে না তো কি পাকিস্তানে গিয়ে জয় শ্রীরাম বলতে হবে? দেশ, বিশ্বের কোটি কোটি মানুষ জয় শ্রীরাম বলে গর্বিত বোধ করেন৷ কিন্তু আমাদের মমতা দিদির তো বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করতে হবে৷ তাই জয় শ্রীরাম শুনলেই তাঁর সমস্যা হচ্ছে৷ তাহলে কি অন্য সম্প্রদায়ের মানুষ ভোটার নন? তবে আমি আপনাদের কথা দিচ্ছি, ভোট শেষ হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও জয় শ্রীরাম বলবেন৷'
#WATCH | Such an environment has been created in Bengal that raising Jai Shri Ram slogans has become crime. Mamata Didi, if slogans of Jai Shri Ram are not raised here, will it be raised in Pakistan?: Union Home Minister Amit Shah in Coochbehar pic.twitter.com/FzzHMP2NUR
— ANI (@ANI) February 11, 2021
এ দিন কোচবিহারে বিজেপি-র পরিবর্তন রথের সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ প্রসঙ্গত গত ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উদযাপনের সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনায় বিতর্ক ছড়ায়৷ ঘটনার প্রতিবাদে সেদিন বক্তব্যও রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই ঘটনায় বিজেপি কিছুটা অস্বস্তিতে পড়লেও জয় শ্রীরাম নিয়ে পিছু না হঠে এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা শুরু করেছেন অমিত শাহ সহ বিজেপি নেতারা৷ এ দিন বরং অমিত শাহ দাবি করেন, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন পালনের ওই অনুষ্ঠানেও মমতাই রাজনীতি করেছেন৷ তাঁর অভিযোদ, 'মমতা দিদি তো সারাক্ষণ প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন৷ এতে কি বাংলার ভাল হবে?'
#WATCH | Mamata didi keeps on quarrelling with Modi ji, she even quarrelled during Subhash babu's program. It was Subhash babu's event, you could have refrained from politics there: Union Home Minister Amit Shah in Coochbehar pic.twitter.com/iCFWzW65ou
— ANI (@ANI) February 11, 2021
অমিত শাহের এ দিনের আক্রমণের জবাবে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'জয় শ্রীরাম বলা নিয়ে আপত্তি নেই৷ কিন্তু যেভাবে জয় শ্রীরামের মতো ধর্মীয় একটি স্লোগানের রাজনৈতিক ব্যবহার হচ্ছে, সেটা নিয়ে আমাদের আপত্তি রয়েছে৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, BJP, Mamata Banerjee, TMC