#কালিম্পং: বাংলার ভোট ঘোষণার অনেক আগে থেকেই রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করতে থাকেন, বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি। আর চার দফা ভোট হয়ে যাওয়ার পর নিজের সেই দাবি আরও সোচ্চারে বলে চলেছেন তিনি। আর সোমবার কালিম্পংয়ে প্রথমে রোড শো আর পরে ধূপগুড়ির সভা থেকে বিজেপির সরকারে আসা শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করলেন শাহ। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, 'মমতা দিদি আমাকে সারাক্ষণ গালিগালাজ করে যাচ্ছেন। আমার নাম উনি যতবার নেন, ততবার যদি বাংলার নাম নিতেন, তাহলে উনি হয়ত নির্বাচনে জিতেও যেতেন।'
প্রসঙ্গত, উত্তরবঙ্গে গত লোকসভা ভোটে তুমুল সাফল্য পেয়েছে বিজেপি। সেই সাফল্যের ধারা বিধানসভাতেও ধরে রাখতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। কিন্তু বিজেপি সূত্রে খবর, উত্তরবঙ্গ নিয়ে রাজ্য নেতাদের রিপোর্ট আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে অনেকটাই ফারাক। সূত্রের খবর, ইতিমধ্যে ওই বিষয়ে রাজ্যের নেতাদের সতর্ক করেছেন অমিত শাহ। মানুষের কাছে আরও অনুগত হয়ে ভোটভিক্ষার নির্দেশ দিয়েছেন তিনি।
আর তারই মধ্যে পাহাড় ও সমতলে অমিত শাহের রোড শো, সভা-সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন উত্তরবঙ্গের সভা থেকে অমিত শাহ তাই তৃণমূলের 'সন্ত্রাস'কে নিশানা করার পাশাপাশি উত্তরবঙ্গে এইমস, চা বাগানের শ্রমিকদের সার্বিক উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন। একইসঙ্গে তৃণমূল আর বিমল গুরুঙ্গদের জোটকেও নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।Addressing a public rally in Dhupguri. Watch! #Ebar200Paar https://t.co/0iKOe4rJAS
— Amit Shah (@AmitShah) April 12, 2021
খুব স্বাভাবিকভাবেই এদিন কালিম্পংয়ে এনআরসি প্রসঙ্গ তুলে এনেছেন শাহ। পাহাড়বাসীর উদ্দেশে তিনি বলেন, 'এনআরসি আসেনি এখনও। এনআরসি (NRC) এলেও একজন গোর্খাকেও পাহাড় থেকে তাড়ানো হবেনা। তৃণমূল এখন ভোটের সময় বারবার প্রচার করছে বিজেপি এলে এনআরসি আসবে, এনআরসি আসবে। কিন্তু এনআরসি আসেনি এখনও। আর আপনাদের আমি বলতে চাইব, এনআরসি এলেও গোর্খাদের কোনও ক্ষতি হবেনা। যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে, নরেন্দ্র মোদি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন গোর্খাদের উপর কোনও আঘাত আসবে না। কিন্তু অনুপ্রবেশকারীদের আমরা ছাড়ব না।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Mamata Banerjee, Narendra Modi, West Bengal Assembly Election 2021, West Bengal Election 2021