#কোচবিহার: রাজবংশীদের মন জয়ে এবার ভারতীয় আধা সামরিক বাহিনীতে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ দিন কোচবিহারের সভা থেকে এই প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এর পাশাপাশি পঞ্চানন বর্মার নামে মূর্তি তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি৷
রাজ্য সফরে এসে এ দিন কোচবিহারে পরিবর্তন রথযাত্রার সূচনা করেন অমিত শাহ৷ সেই সভা থেকেই তিনি বলেন, 'নারায়ণী সেনার নাম শুনলেই মুঘল ইতিহাসের কথা মাথায় আসে৷ মুঘলদের আগ্রসন রুখে দিয়েছিল নারায়ণী সেনা৷ নারায়ণী সেনাকে সম্মান জানিয়ে ভারতের আধা সামরিক বাহিনীতে নারায়ণী রেজিমেন্ট তৈরি করা হবে৷' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, নারায়ণী ব্যাটেলিয়নের যে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে, তার নামকরণ হবে কোচ বংশের রাজপুত্র চিলা রায়ের নামে৷ দীর্ঘদিন ধরেই রাজবংশীদের মধ্যে নারায়ণী সেনা ব্যাটেলিয়ন তৈরির দাবি ছিল৷ কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকও এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিলেন৷
ইতিমধ্যেই কোচবিহারের জন্য রাজ্য পুলিশের নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির ঘোষণা করেছে রাজ্য সরকার৷ সেই কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে৷ এবার রাজবংশী আবেগকে কাজে লাগিয়ে একই পথে হাঁটল কেন্দ্রও৷ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিপুল জনসমর্থন পেয়েছিল বিজেপি৷ তাতে বড় ভূমিকা ছিল রাজবংশীদের৷ বিধানসভা নির্বাচনেও তাই রাজবংশী ভোট ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির৷ আবার রাজবংশীদের সমর্থন ফিরে পেতে মরিয়া রাজ্যের শাসক দলও৷
অমিত শাহ এ দিন আরও ঘোষণা করেছেন, ৫০০ কোটি টাকা ব্যয়ে কোচবিহারে রাজবংশী সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলা হবে৷ স্থাপন করা হবে পঞ্চানন বর্মার মূর্তি৷ রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি রাজবংশী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রতিশ্রুতি দেন অমিত শাহ৷ পাশাপাশি মদনমোহন মন্দির, কামতেশ্বরী মন্দির ও পঞ্চানন বর্মার জন্মস্থল ঘিরে পর্যটন সার্কিট গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।