হোম /খবর /উত্তরবঙ্গ /
মালদহের কলিগ্রামে কোটি কোটি টাকার পঞ্চায়েত দুর্নীতির অভিযোগ

মালদহের কলিগ্রামে কোটি কোটি টাকার পঞ্চায়েত দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ মহকুমা শাসকের

অভিযোগের পরেই বেপাত্তা প্রধান, শুরু শাসক- বিরোধী তরজা, দুর্নীতি হলে দল পাশে থাকবে না অবস্থান স্পষ্ট করল তৃণমূল।

  • Share this:

মালদহ: মালদহের চাঁচলে কোটি-কোটি টাকার পঞ্চায়েত দুর্নীতি। কাজ না করেই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ-এর অভিযোগ। কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের বাসিন্দাদের। তদন্তের নির্দেশ মহকুমার শাসকের।

১০০ দিনের কাজে কার্যত পুকুর চুরি, কোটি-কোটি টাকা আত্মসাৎ, তাও আবার সপরিবারে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ মালদগহের চাঁচোল-১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে। পঞ্চায়েতেরই বাসিন্দারা এ'বিষয়ে চাঁচলের মহকুমাশাসক এবং চাঁচল-১ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়ে তদন্ত দাবি করেছেন। শুধু তিনিই নয়, কলিগ্রামের একাধিক উপভোক্তা ১০০ দিনের কাজের প্রকল্পে বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন। কারও অভিযোগ, জমিতে কলাবাগান তৈরির কাজ হয়েছে দেখিয়ে টাকা হাফিস করা হয়েছে। কেউ বলছেন, তাঁদের জমিতে পুকুর খনন করা হয়েছে বলে দেখানো হলেও কাজ কিছুই হয়নি। আবার কারও দাবি, এলাকায় ১০০ দিনের প্রকল্পের রাস্তা তৈরি দেখানো হলেও রাস্তা বেহাল, চলাচলের অযোগ্য। পোল্ট্রি ফার্মের শেড তৈরিতেও একইরকম দুর্নীতির অভিযোগ উঠেছে। কলিগ্রাম পঞ্চায়েতে কলাবাগান তৈরিতে প্রধান তাঁর নিকট আত্মীয়দের বরাত পাইয়ে দিয়ে প্রচুর পরিমাণ টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ উপভোক্তাদের।

এদিকে পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে সরগরম মালদহের কলিগ্রাম।  প্রধানের বিরুদ্ধে বিপুল অঙ্কের  দুর্নীতির অভিযোগ ওঠায় অস্বস্তিতে শাসকদল তৃণমূল। বিজেপির দাবি, অবিলম্বে অভিযোগ খতিয়ে দেখে প্রধানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। আর তৃণমূল ব্লক নেতৃত্বের সাফাই, দুর্নীতি হলে দল কারও পাশে দাঁড়াবে না। এক্ষেত্রে আইন আইনের পথেই চলবে।এদিকে পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর কার্যত বেপাত্তা অভিযুক্ত প্রধান রেজাউল খান। তবে নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন চাঁচোলের মহকুমা শাসক কল্লোল রায়। সংশ্লিষ্ট বিডিওকে তদন্ত করতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Malda