• Home
 • »
 • News
 • »
 • north-bengal
 • »
 • কলিম্পঙের মৃত করোনা পজেটিভ মহিলার সংস্পর্শে আসা সকলেই করোনা নেগেটিভ

কলিম্পঙের মৃত করোনা পজেটিভ মহিলার সংস্পর্শে আসা সকলেই করোনা নেগেটিভ

চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণের কারণে কাশি হলে তা সাধারণ কাশির থেকে কিছুটা আলাদা হয়৷ প্রথমত খুব জোরে কাশির বেগ আসে এবং তা একটানা অনেকক্ষণ স্থায়ী হয়৷ এমন কি, করোনা আক্রান্তদের এক ঘণ্টা ধরে কাশি হওয়াও অস্বাভাবিক নয়৷ এর সঙ্গে থাকে জ্বর৷

চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণের কারণে কাশি হলে তা সাধারণ কাশির থেকে কিছুটা আলাদা হয়৷ প্রথমত খুব জোরে কাশির বেগ আসে এবং তা একটানা অনেকক্ষণ স্থায়ী হয়৷ এমন কি, করোনা আক্রান্তদের এক ঘণ্টা ধরে কাশি হওয়াও অস্বাভাবিক নয়৷ এর সঙ্গে থাকে জ্বর৷

 • Share this:

  #কালিম্পং: কালিম্পঙের মৃত মহিলার সংস্পর্শে আসা ৭ জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ জানালো, জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। গত দশ দিন ধরে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের আইশোলেশন ওয়ার্ডে ভর্তি সকলে। এঁদের মধ্যে চারজন পুরুষ, দু’জন মহিলা ও একটি শিশু রয়েছে। মঙ্গলবার সকলের সোয়াব পরীক্ষার জন্য কলেজ হাসপাতালে পাঠায় স্বাস্থ্য দফতর। আজ দুপুরে রিপোর্ট হাতে পায় জেলা স্বাস্থ্য দফতর। পরীক্ষায় কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জেলা হাসপাতাল সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন।

  Published by:Simli Raha
  First published: