লকডাউন কার্যকর করতে নয়া সিদ্ধান্ত বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির। বাজারে বাজারে ভিড় এড়াতে নতুন পদক্ষেপ। করোনা মোকাবিলায় ভিড় এড়ানোই একমাত্র পথ।
জনসমাগম এড়িয়ে চলতে হবে। আর বাজার যদি খোলা থাকে, তাহলে ভিড় হবেই। কিছু বাজারে পারস্পরিক দূরত্বও মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে৷ আর তাই বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতি বাজার খোলা থাকার সময়সীমা পরিবর্তন করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব রায় মহুরি জানান, লকডাউন সফল করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে ভিড় অনেকটাই এড়ানো সম্ভব হবে। এক নজরে দেখে নিই শিলিগুড়ির কোন বাজার কখোন খোলা থাকবে এবং কবে বন্ধ থাকবে।
এনজেপি'র গেটবাজার প্রতি রবিবার বন্ধ থাকবে। বাকি দিনগুলো অর্ধ দিবস খোলা থাকবে। গেটবাজার সবজি বাজার প্রতিদিনই প্রথমার্ধ খোলা থাকবে। এনজেপি স্টেশন মার্কেট প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনি বার বন্ধ থাকবে। বাকি দিনগুলো অর্ধ দিবস খোলা থাকবে। ফুলেশ্বরী বাজার অর্ধ দিবস খোলা থাকবে ক্রেতাদের জন্যে। কলাহাটি ডি আই ফান্ড মার্কেটের এক একটি দোকান একদিন বাদে খোলা থাকবে। ডি আই ফান্ডের মাছ বাজার এক বেলা খোলা থাকবে।
টিকিয়াপাড়া বাজার প্রতি বুধ ও রবিবার বন্ধ থাকবে। মুড়ি হাটি ও চাল হাটি প্রতি বুধ ও রবিবার বন্ধ থাকবে। শান্তিনগর বাজার প্রতিদিন এক বেলা খোলা থাকবে। ঘোগোমালি বাজার প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে। অন্য দিনগুলি ১২টা পর্যন্ত খোলা থাকবে। হায়দরপাড়া বাজার প্রতি রবিবার বন্ধ থাকবে। অন্য দিনে সকাল ১১টা পর্যন্ত খোলা থাকবে।
এছাড়া চম্পাসারি বাজার, ঝংকার মোড়, জলপাইমোড় বাজার, সুভাষপল্লি বাজার এবং রবীন্দ্রনগর বাজার স্বাভাবিকভাবেই চলবে। সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব রায় মহুরি জানান, প্রতিটি বাজারেই সাবান ও জলের ব্যবস্থা থাকবে। মাস্ক ছাড়া বাজারে এলে কোনো ক্রেতাকেই জিনিস দেওয়া হবে না। সেইসঙ্গে সামাজিক দূরত্ব না মানলেও একই ব্যবস্থা নেওয়া হবে।
PARTHA PRATIM SARKAR
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।