#রায়গঞ্জ: মাসের প্রথম দিনে এটিএমে টাকা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। কবে এই সমস্যা মিটবে কেউ বলতে পারছেন না।।রায়গঞ্জ শহরে প্রায় সমস্ত ব্যাঙ্কের এটিএম আছে। অধিকাংশ ব্যাঙ্কের এ টি এম হয় খারাপ না হলে টাকা নেই। কোথাও কোথাও আবার এটিএমের শাটার নামানো। গ্রাহকরা টাকা তুলতে এসে এটিএমে টাকা না হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
রায়গঞ্জ বরোদূয়ারীর বাসিন্দা শঙ্কর চন্দ্র মুন্সি জানান, শহর থেকে বেশ কিছুটা দূরে বারোদূয়ারী গ্রাম। বাড়ির প্রয়োজনে শহরে এসে জিনিসপত্র কিনে বাড়ি ফিরবেন। শহরের প্রায় সমস্ত এটিএমে টাকা না থাকায় চরম সমস্যায় পড়েছেন। রায়গঞ্জ দেবীনগরের বাসিন্দা বাপ্পা কর্মকার জানান, সকালে দেবীনগরের সমস্ত ঘুরে টাকা পাননি।দুপুর থেকে শহরের এটিএম ঘুরে একই চিত্র দেখতে পেয়ে তিনি হতাশ। বেশ কিছু ব্যাঙ্কের এটিএমের শাটার লাগানো,কোথাও নো ক্যাস বোর্ড লাগানো কোথায় আবার এটিএম মেশিন খারাপ বলে বোর্ড লাগানো হয়েছে। মাসের প্রথমে বেতন তুলে সংসারের জিনিসপত্র কিনবেন বলে ভেবেছিলেন। টাকা তুলতে না পারায় সেই কাজ করতে পারলেন না। এলাকা থেকে কেউ কর্নজোড়া থেকে এসেও টাকা তুলতে পারলেন না।
বাপ্পাবাবুর অভিযোগ, ব্যাঙ্কগুলি যখন এটিএমে টাকা রাখতে পারছেন না তখন তাদের হাতে এটিএম কার্ড দিয়ে অহেতুক হয়রানি করছেন কেন? ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজী নন।