#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-২ ব্লকের ভুটান পাহাড়ের পাদদেশে অবস্থিত জঙ্গল ঘেরা নূরপুর গ্রাম। মাত্র এক বছর আগেই গ্রামের চিত্রটা ছিল একেবারেই অন্যরকম। রাত নামতেই হাতির হানার ভয়ে সিঁটিয়ে থাকতেন বাসিন্দারা। চোখের সামনে অসহায়ের মতো ফসলের ক্ষতি, বাড়িঘর ও মানুষের প্রাণ উজাড় হতে দেখাই রোজনামচা হয়ে উঠেছিল তাঁদের। দিনের পর দিন হাতির হানায় বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রামটি।এরপর, দক্ষিণ আফ্রিকার মতো হাতির হানা রুখতে মৌ চাষ শুরু হয় বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়ো এই নূরপুর গ্রামে।
জানা যায়, মানুষের মতোই মৌমাছির হুলকে ভয় পায় হাতিও। হাতিদের শ্রবণ এবং ঘ্রাণশক্তি খুব তীক্ষ্ণ। তাই মৌচাকের গন্ধ বা মৌমাছির গুঞ্জনও নাকি গজরাজের বিলকুল নাপসন্দ! প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে, হাতি ও মানুষের সংঘাতের কারণে উত্তরবঙ্গে ৪৩৯ জন মারা গেছেন। তথ্য অনুযায়ী, ২০১৯ সালের শেষ আদম শুমারি অনুসারে, উত্তরবঙ্গে প্রায় ৭০০টি হাতি রয়েছে। ওড়িশার পরে এই রাজ্যে মানুষ-হাতি সংঘর্ষের দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা রয়েছে।
আরও পড়ুন : সঙ্গীর হাত ধরে পাইনের ছায়ায় আঁকাবাঁকা পথে হারিয়ে যেতে আসুন এই পাহাড়ি গ্রামে
উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের পরামর্শে এবং কৃষি দফতরের সহায়তায় গ্রামে শুরু হয় মধু চাষ। ক্রমশ বদলাতে থাকে গ্রামের সার্বিক পরিস্থিতি। মধু উৎপাদনের মধ্য দিয়ে বাড়তে থাকে বিকল্প কর্মসংস্থানও। মধু চাষের মধ্য দিয়ে নূরপুরের সার্বিক উন্নয়নের বাস্তবায়নের লক্ষ্যে পাশে দাঁড়ায় জেলা প্রশাসন। মধু চাষের মধ্য দিয়ে নূরপুরকে মডেল গ্রাম তৈরির লক্ষে এবার বরাদ্দ হলো ২৭ লক্ষ টাকা। জেলা প্রশাসন মধু চাষের জন্য ইতিমধ্যেই"উৎস শ্রী" প্রকল্পের মধ্য দিয়ে উৎসাহিদের মৌ চাষের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। যাবতীয় সাহায্য করার লক্ষে বিভিন্ন যন্ত্রপাতি তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন : চাহিদা তুঙ্গে, পাহাড়ের মতো এঁচোড় রফতানি দেশ জুড়ে
আরও পড়ুন : ফুলের পাপড়ির সঙ্গে মুক্তো! শিল্পী জানতেনও না তৈরি গয়না গাঁথছেন আলিয়ার জন্য
মধু চাষের জন্য স্বনির্ভর গোষ্ঠীদের হাতে সম্প্রতি প্রায় ৩০০ মধুর বাক্স, একইসঙ্গে মধু নিষ্কাশনের চারটি যন্ত্র-সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। হাতি মানুষের সহাবস্থানকে আরও পোক্ত করতে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের এই উদ্যোগ অচিরেই নূরপুর গ্রামে কৃষি বিপ্লব ঘটিয়ে আর্থিক অনটনের নিবারণে সফল হয়ে উঠবে বলে মত জেলার পরিবেশবিদদের ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar