হোম /খবর /উত্তরবঙ্গ /
বারো বছরের ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন ‘ভগবানের দূত!’

Alipurduar News: বারো বছরের ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন ‘ভগবানের দূত!’ ছেলেকে ফিরে পেয়ে কান্না থামছেনা গরীব বাবার

X
বারো [object Object]

কিশোরের শারীরিক ব‍্যধির কথা শুনে তাঁদের বাড়িতে যান নবীন ছেত্রী। এই ছেলেটিকে রোগমুক্ত করতে তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজসেবী নবীন ছেত্রী।

  • Share this:

আলিপুরদুয়ার: গ্রামের একটি কিশোর দুরারোগ‍্য ব‍্যধিতে আক্রান্ত। ব‍্যাথা উঠলেই ছটফট করতে শুরু করে। তাঁর বাবা নিরুপায় হয়ে দু’টো টাকা বেশি রোজগারের জন‍্য এদিক ওদিক ছুটতে শুরু করে। এমন অবস্থায় একদিন তাঁর দেখা হয় সমজসেবী নবীনের সঙ্গে।

কিশোরের শারীরিক ব‍্যধির কথা শুনে তাঁদের বাড়িতে যান নবীন ছেত্রী।তিনি গিয়েও দেখেন ছেলেটি কাতর হয়ে পড়ে রয়েছে। এই ছেলেটিকে রোগমুক্ত করতে তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজসেবী নবীন ছেত্রী।সমাজসেবী নবীন একজন ব‍্যবসায়ী। সমাজসেবার ব্রততে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। ব‍্যবসার টাকায় ইমারত নয় অন‍্যদের মুখে হাসি ফুটিয়ে তুলতে বেশি পছন্দ করেন নবীন।

জয়গাঁর এক বনবস্তির বাসিন্দা কাঞ্ছা কামীর মেজো ছেলে ব্রেইন টিবি রোগে আক্রান্ত। আলিপুরদুয়ারে চিকিৎসক দেখান হয়েছে।কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছে না। চিকিৎসক কাঞ্ছা কামীকে তাঁর ছেলে নিয়ে বাইরে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু বাইরে চিকিৎসা করানোর সামর্থ‍্য নেই তাঁদের।এই কথা শুনে এসি অ‍্যাম্বুলেন্স ডেকে এনে কাঞ্ছা কামী ও তাঁর ছেলেকে কলকাতায় পাঠালেন নবীন ছেত্রী। এই ছেলেটির চিকিৎসার ভার উঠিয়েছেন তিনি। এবিষয়ে নবীন জানান, “ছেলেটার বয়স বারো বছর।তার অনেক স্বপ্ন আছে। স্বপ্নগুলো কীভাবে ভেঙে যেতে দিতে পাড়ি। ছেলেটিকে সুস্থ করে তোলার প্রয়াস শুরু করলাম।”

Annanya Dey

Published by:Salmali Das
First published:

Tags: North Bengal