#ইসলামপুর: অ্যাম্বুল্যান্সে করে বিহারে মদ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যাক্তি। উদ্ধার লক্ষাধিক টাকার বিদেশি মদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রসেনজিৎ দাস, উত্তর দিনাজপুরের করণদিঘি থানার খিরকিটোলা গ্রামের বাসিন্দা। শুরু হয়েছে পুলিশি তদন্ত।
পুলিশের তরফে জানানো হয়েছে , বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় বাংলা থেকে বেআইনিভাবে গোপনে মদ পাচার করা হয়। পুলিশের কাছে এই খবর আসার পর শুরু হয় বিশেষ নজরদারি । বৃহস্পতিবার রাতে ডালখোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাংলা বিহার সীমান্তবর্তি ভূষামারি গ্রামে হানা দিয়ে একটি অ্যাম্বুল্যান্স থেকে লক্ষাধিক টাকার বিদেশী মদ বাজেয়াপ্ত করে। অ্যাম্বুল্যান্সের মালিক প্রসেনজিৎ দাসকে গ্রেফতার করা হয় । ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alchohol smuggling