#করণদিঘি: করণদিঘি মদ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার আলতাপুর গ্রামে। পরিবারের অভিযোগ,দুস্কৃতিরা তাকে শ্বাসরোধ করে খুন করে ফেলে গেছে।করনদিঘি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে নিয়ে এসেছে।পুলিশী তদন্ত শুরু হয়েছে।পুলিশের দাবি ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারন জানা যাবে না।
করনদিঘি থানার আলতাপুরের বাসিন্দা বলরাম সিংহ। বাড়ির সামনেই তার মদের দোকান ।রাতে এই দোকানেই তিনি থাকতেন।গতকাল লকডাউন থাকার কারনে দোকানে লোকজনের সংখ্যা কম ছিল।আজ সকালে স্থানীয় সুশীল ওড়াও নামে এক ব্যাক্তি মদ কিনতে আসেন।দীর্ঘক্ষন ডাকাডাকি করেও কোন উত্তর না পাওয়ায় তার সত্যেন সিংহকে ডেকে আনেন।মৃত বলরাম সিংহের ভাই দোকানে ঢুকে দেখেন মেঝের মধ্যেই তার দেহ পড়ে আছে।এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ছুটে আসেন।খবর পেয়ে করনদিঘি থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায়।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে নিয়ে এসেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।মৃত্যুর কারন নিয়ে পুলিশের মধ্যে ধোয়াসার সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যবত মৃত্যুর কারন জানা যাবে না বলে পুলিশ জানিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murder